• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন স্মিথ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৭, ১৫:০৩

অনেক জল ঘোলার পর দুই টেস্ট খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। শুক্রবার রাতেই ঢাকায় এসে পৌঁছার কথা অজি ক্রিকেট দলের। এ সফরকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ।

এশিয়ায় অস্ট্রেলিয়ার পারফরম্যান্স ততোটা সুখকর নয়। সাম্প্রতিক সময়ে তারা পাকিস্তান (সংযুক্ত আরব আমিরাত), শ্রীলঙ্কা ও ভারতের কাছে সিরিজ খুইয়েছে। গেলো বছর লঙ্কানদের কাছে ০-৩ ব্যবধানে সিরিজ হারলেও এ বছরের শুরুর দিকে ভারতে ভালো পারফরম করেছে অজিরা। এক জয়, এক ড্র করলেও দুর্ভাগ্যবশত চার টেস্ট সিরিজ হারতে হয় তাদের। তবে বাংলাদেশে ভালো করতে মরিয়া স্মিথ বাহিনী।

এশিয়ায় স্মিথের রেকর্ড ভালো। তার মতে, অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর সফল হবে। তিনি বলেন, নিজেদের কন্ডিশনে টাইগাররা শক্তিশালী দল। তারা কঠিন চ্যালেঞ্জই ছুড়ে দেবে আমাদের। তবে আমরা তা নিতে প্রস্তুত।

স্মিথ বলেন, এ কন্ডিশনে তাদের সঙ্গে আমরা তীব্র প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো বলে মনে করছি। ভারতে অর্জিত জ্ঞান এক্ষেত্রে কাজে দেবে। সেখানে ছেলেরা কিছু দারুণ কৌশল শিখেছে। তারা সবাই তা এ সফরে কাজে লাগাতে সক্ষম হবে বলে আমি আশাবাদী। আশা করছি, ভালো কিছুই হবে।

বাংলাদেশে পা দেয়ার পর শনিবার গা গরমের অনুশীলন করবে অজিরা। ২২-২৩ আগস্ট বিসিবি একাদশের সঙ্গে প্রস্তুতমূলক ম্যাচ খেলবে তারা। প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামে ৪ সেপ্টেম্বর।

এ নিয়ে দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০০৬ সফরে টাইগারদের ২-০ ব্যবধানে হারায় অজিরা। তবে ফতুল্লা টেস্টে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলে বাংলাদেশ। এবার মুশফিক বাহিনী কেমন করে তা-ই দেখার বিষয়।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোরআন পড়ে মুগ্ধ হয়ে যা জানালেন উইল স্মিথ
আইপিএলে ১২৭ সদস্যের বড় স্কোয়াড ঘোষণা, নতুন চমক স্মিথ ও ব্রড 
টাকার জন্য টি-টোয়েন্টি খেলছেন স্মিথ, দাবি জনসনের
নাইট্রোজেন গ্যাস প্রয়োগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রে
X
Fresh