• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বর্ষসেরা কোচের তালিকায় জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ আগস্ট ২০১৭, ১৪:০২

বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এ তালিকায় রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদানসহ ১২ জন স্থান পেয়েছেন।

মাদ্রিদের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন জিদান। গেলো বছর লা লিগার পাশাপাশি টানা দ্বিতীয়বার রিয়ালকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা উপহার দিয়েছেন তিনি। তার অনন্য বুদ্ধিমত্তায় ১৯৫৮ সালের পর স্পেন ও ইউরোপে একসঙ্গে আধিপত্য দেখিয়ে শিরোপা ঘরে তোলে রিয়াল।

২০১৬ সালের জানুয়ারিতে রাফায়েল বেনিতেজের স্থলাভিষিক্ত হন জিদান। রিয়ালের দায়িত্ব পাওয়ার পর এখন পর্যন্ত ৭টি শিরোপা জিতেছেন তিনি। এর মধ্যে এ মাসে জেতা উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপও রয়েছে।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে শিরোপা উপহার দেয়া অ্যান্তেনিও কন্তে, ম্যানচেস্টার ইউনাইটেডকে ইউরোপা লিগ জেতানো হোসে মরিনহো, জুভেন্টাসকে সিরি আ জেতানো মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, জার্মানির ফিফা কনফেডারেশন্স কাপ জয়ী জোয়াকিম লোও এ তালিকায় আছেন।

প্রথমবারের মতো বর্ষসেরা কোচের পুরস্কার দিতে যাচ্ছে ফিফা। আসছে ২৩ অক্টোবর লন্ডনে জাকজকমপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেরা কোচের হাতে এ পুরস্কার তুলে দেয়া হবে।

বর্ষসেরা কোচের সংক্ষপ্ত তালিকা :

১. জিনেদিন জিদান (রিয়াল মাদ্রিদ)

২. মাসিমিলিয়ানো অ্যালেগ্রি (জুভেন্টাস)

৩. কার্লো আনচেলত্তি (বায়ার্ন মিউনিখ)

৪. অ্যান্তেনিও কন্তে (চেলসি)

৫. পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)

৬. লিওনার্দো জার্দিম (মোনাকো)

৭. জোয়াকিম লো (জার্মানি)

৮. হোসে মরিনহো (ম্যানচেস্টার ইউনাইটেড)

৯. মরিসিও পোচেত্তিনো (টটেনহ্যাম)

১০. ডিয়েগো সিমিওনে ( অ্যাথলেটিকো মাদ্রিদ)

১১. তিতে (ব্রাজিল)

১২. লুইস এনরিকে (বার্সেলোনা)

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh