• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

অনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট ২০১৭, ১১:০৯

বার্মিংহামে দিবা-রাত্রির টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যালিস্টার কুক ও জো রুটের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড।

অ্যাজবাস্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩৯ রানে দুই উইকেট হারায় ইংলিশরা। কেমার রোচের বলে বোল্ড হয়ে মাত্র ৮ রান করে ফেরেন ম্যাচে অভিষিক্ত স্টোনম্যান। আর ব্যক্তিগত ৮ রানে মিগুয়েল কামিন্সের বলে আউট হন ওয়েস্টলি।

এরপর রুটকে সঙ্গে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন কুক। দু’জনেই তুলে নেন সেঞ্চুরি। ইংলিশদের দলপতি জো রুট ১৩৬ রান করে আউট হলেও, অপরাজিত রয়েছেন কুক। শেষ পর্যন্ত ৩ উইকেটে ৩৪৮ রান তুলে প্রথম দিন শেষ করে ইংল্যান্ড।

কুক ১৫৩ ও ডেভিড মালান ২৮ রানে অপরাজিত থেকে শুরু করবেন দ্বিতীয় দিনের ব্যাটিং। খেলা শুরু সন্ধ্যা ৭টায়।

ইংল্যান্ড ১ম ইনিংস : ৯০ ওভারে ৩৪৮/৩ (কুক ১৫৩* স্টোনম্যান ৮, ওয়েস্টলি ৮, রুট ১৩৬, মালান ২৮*; রোচ ২/৭২, জোসেফ ০/৮৫, কামিন্স ১/৬১, হোল্ডার ০/৫৮, চেইস ০/৫৮, ব্র্যাথওয়েইট ০/৬)

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh