• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইউএস ওপেনে খেলছেন শারাপোভা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৭, ১৩:১৫

ডোপিং কাণ্ডে নির্বাসনের পর প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যামে ফিরতে চলেছেন মারিয়া শারাপোভা৷ বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেনে খেলতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে সেই টুর্নামেন্টে খেলার ওয়াইল্ড কার্ড পেয়েছেন রুশ টেনিস সেনসেশন।

মঙ্গলবার ইউএস ওপেনের মূল ড্র’তে ওয়াইল্ড কার্ড পান স্বর্নকেশী শারাপোভা। সেদিনই টুর্নামেন্ট আয়োজক কমিটি বিষয়টি নিশ্চিত করে।

শারাপোভা ডোপিংয়ের কারণে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে চলতি বছরের শুরুতে কোর্টে ফেরেন। তবে ফ্রেঞ্চ ওপেনে ওয়াইল্ড কার্ড পাননি বিশ্বের সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা। এরপর ঊরুর চোটের কারণে টেনিস বিশ্বকাপ খ্যাত উইম্বলডন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। চলতি মাসের শুরুতে নতুন করে কনুই’র ইনজুরিতে পড়ায় ইউএস ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট রজার্স কাপ এবং সিনসিনাটি ওপেন থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

নিষিদ্ধ মেলডোনিয়াম সেবনের দায়ে ২০১৬ সালে শারাপোভার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। গেলো এপ্রিলে তার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় টেনিসের নিয়ন্ত্রক সংস্থাটি। তারপর থেকেই ওয়াইল্ড কার্ডের অপেক্ষায় ছিলেন ৫টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী।

বতর্মানে ১৪৮ নম্বর র‌্যাংকিংধারী তারকা শারাপোভা ছাড়া নারী বিভাগে ওয়াইল্ড কার্ড পেয়েছেন কাইল টাউনসেন্ড, কাইলা ডে, সোভিয়া কেনিন, অ্যাশলে ক্রাতজার, ব্রিনি মাইনর ও আমানডিনে হেসে।

আসছে ২৮ আগস্ট নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোর বিলি জিন কিং ন্যাশনাল স্টেডিয়ামে বসবে বছরের শেষ গ্র্যান্ডস্ল্যাম ইউএস ওপেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh