• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোকে ৫ ম্যাচ নিষিদ্ধ করায় ক্ষেপেছেন জিদান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ আগস্ট ২০১৭, ১০:০০

রেফারিকে ধাক্কা মারায় দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ৫ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এতে ভীষণ ক্ষেপেছেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান।

ন্যু ক্যাম্পে রোববার রাতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়ে দুর্দান্তভাবে নতুন মৌসুম শুরু করেছে রিয়াল। স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে বার্সার বিপক্ষে এক গোল করে দলের জয়ে অবদানও রেখেছেন রোনালদো। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। গোল করার পর জার্সি খুলে উদযাপন করে হলুদ কার্ড দেখেন সিআরসেভেন। ২ মিনিট পর ডি-বক্সে ডাইভ দেয়ার অভিযোগে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। দুটি হলুদ কার্ড হওয়ায় শেষ পর্যন্ত তাকে লাল কার্ড দেখান রেফারি। বিষয়টি মোটেও ভালো লাগেনি চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের। মেজাজ হারিয়ে ধাক্কা মারেন রেফারিকে।

দুটি হলুদ কার্ড হওয়ায় এমনিতেই ১ ম্যাচ নিষিদ্ধ হন রোনালদো। আর রেফারিকে ধাক্কা মারায় হন ৪ ম্যাচ নিষিদ্ধ। সব মিলিয়ে ৫ ম্যাচ নিষিদ্ধ করায় স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ওপর রাগ-ক্ষোভ উগরে দিয়েছেন জিদান।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি রাগান্বিত। আমরা খুবই ক্ষিপ্ত। আপনি খেয়াল করলে দেখবেন রেফারির সঙ্গে যা ঘটেছে; এজন্য রোনালদো ৫ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন না। এরকমটি ঘটতেই পারে। সত্যিই আমি ভীষণ রাগান্বিত।

তিনি বলেন, আমরা অনেক হতাশ যে রোনালদো পাঁচ ম্যাচ খেলতে পারবে না। তার শাস্তিটা বেশিই হয়ে গেছে।

অবশ্য এ নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করতে পারবে রিয়াল মাদ্রিদ। এজন্য ১০ দিন সময় পাচ্ছে ক্লাবটি। এ বিষয়ে জায়ান্ট কোচ বলেন, বুধবার সকাল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের কমিটি বৈঠকে বসবে। এরপরই সিদ্ধান্ত নেয়া হবে- আমরা কি করতে যাচ্ছি। তবে আমি বিশ্বাস করি, রোনালদো শিগগিরই আমাদের মাঝে ফিরে আসবে। সে আমাদের দলের মূল অস্ত্র। এখন কি হয়; দেখা যাক।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
X
Fresh