• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফাইনালে এসে হোঁচট খেলেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ১৫:০৮

কয়েকদিন আগেই বগলদাবা করেছিলেন উইম্বলডন শিরোপা। রজার্স কাপেও সেই প্রত্যাশা ডালপালা মেলেছিল। তবে তা পূরণ করতে পারলেন না রজার ফেদেরার। ফাইনালে আলেকজান্ডার জভেরভের কাছে হেরে গেছেন তিনি।

কানাডার মন্ট্রিলে ফাইনালে জার্মান তারকা জভেরভের কাছে ৬-৩, ৬-৪ গেমে হেরেছেন ফেদেরার। রেকর্ড ১৯টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ীর বিপক্ষে জয় তুলে নিতে মাত্র ৬৮ মিনিট সময় নেন জার্মান টেনিস সেনসেশন।

সুইস তারকাকে হারিয়ে শিরোপা জেতায় দারুণ উচ্ছ্বসিত জভেরভ। তিনি বলেন, ম্যাচটি জেতা আমার জন্য কঠিন। শুরু থেকেই ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছি। এ ম্যাচে ফেদেরার ফোরহ্যান্ড ও ব্যাকহ্যান্ডগুলো কাজে লাগাতে পারেননি। তাই দিনশেষে আমি সাফল্য পেয়েছি।

গেলো জুনে হাল ফাইনালে জভেরভকে হারিয়ে শিরোপা জেতেন ফেদেরার। এ যেনো তারই মধুর প্রতিশোধ নিলেন এ জার্মান তারকা। এ নিয়ে চলতি বছর ৫টি শিরোপা জিতলেন তিনি।

অবশ্য এ বছর শিরোপা জয়ে পিছিয়ে নেই ফেদেরারও। তিনিও জিতেছেন জভেরভের সমসংখ্যক শিরোপা।

শিরোপা খোয়ালেও বিজয়ীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা পোষণ করলেন ফেদেরার। তিনি বলেন, এটি জভেরভেরই দিন। এ অর্জন নিঃসন্দেহে অনন্য ও অসাধারণ। ও অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। এর মধ্য দিয়ে সে দুই ধাপ এগিয়ে গেলো।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেদেরারের বিশ্বরেকর্ড ভাঙলেন জোকোভিচ
X
Fresh