• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনালদো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ আগস্ট ২০১৭, ১১:২০

রেফারিকে ধাক্কা দেয়ার দায়ে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোববার ক্যাম্প নউয়ে স্প্যানিশ সুপার কাপের এল-ক্ল্যাসিকোতে পর পর দুটি লাল কার্ড পেয়ে এ কাণ্ড ঘটান ৪ বারের ব্যালন ডি’ অর জয়ী এ ফুটবলার।

ম্যাচের শেষার্ধে নেমে ৮০ মিনিটে লং শটে চমৎকার গোল দিয়ে পর্তুগিজ তারকার জার্সি খুলে গোল উদযাপনে এগিয়ে যায় রিয়াল। তবে জার্সি খোলার দায়ে হলুদ কার্ড পান তিনি।

ঠিক এক মিনিট পরেই বার্সার ডি বক্সে আবারো বল নিয়ে ঢুকে পড়েন সি আর সেভেন। বার্সার ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির ধাক্কায় পড়ে যান তিনি। দায়িত্বে থাকা রেফারি রিকার্ডো ডি বুর্গোস বেনগোয়েটজা উল্টো রোনালদোকেই দোষী করে হলুদ কার্ড দেন। মাঠ ছাড়ার আগে রেফারিকে ধাক্কা মারেন সিআর সেভেন।

ম্যাচের পর বেনগোয়েটজা জানান, ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে লালকার্ড দেখানোর হয়। এরপর সে আমাকে ধাক্কা দিয়েছেন।

স্প্যানিশ ফেডারেশনের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী রেফারিকে ধাক্কা দেয়ার দায়ে ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধের নিয়ম রয়েছে।

বর্তমানে তারকার ভাগ্য নির্ধারণ করতে পারবে ফেডারেশনের দায়িত্বে থাকা কমিটি। যদি ৫টির বেশি ম্যাচে নিষেধাজ্ঞা পান তিনি তাহলে স্প্যানিশ ফুটবলের সব আসরেই এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। আর যদি ৪টি ম্যাচের কম নিষিদ্ধ হন তাহলে শুধু সুপার কাপের আসরের ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।

যদিও সুপার কাপের প্রথম লেগে বার্সাকে ৩-১ গোলে হারিয়ে আরো একটি শিরোপার পথে এগিয়ে গেলো রিয়াল মাদ্রিদ। বুধবার দ্বিতীয় লেগেই নির্ধারিত হবে কারা হচ্ছেন জয়ী।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার জোড়া দুঃসংবাদ পেলেন রোনালদো
রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল-নাসরের
রোনালদোর হ্যাটট্রিকে নাসরের আরেকটি গোল উৎসব
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
X
Fresh