• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

নেইমারের অভিষেক নাকি এল ক্লাসিকো?

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৭, ১৪:১০

রোববার রাতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) হয়ে অভিষেক হতে যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। অন্যদিকে স্প্যানিশ দুই জায়ান্ট এফসি বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশ সময় আজ দিনগত রাত ১টায় ফ্রেঞ্চলিগ ওয়ানে গুইানগ্যাম্পের বিপক্ষে ম্যাচ দিয়েই বহুপ্রতীক্ষিত অভিষেক হবার কথা রয়েছে নেইমারের। আর বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে স্প্যানিশ সুপার কাপে মাঠে নামবে বার্সেলোনা।

প্রায় একই সময়ে দুটি বড় ম্যাচ হওয়ায় ফুটবল ভক্তদের আকর্ষণ অবশ্যই টিভির রিমোটের দিকেই থাকার কথা।

দলবদল সংক্রান্ত সব নথিপত্র পেয়ে গেছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) ও ফ্রেঞ্চ লিগ (এলএফপি)। এরইমধ্যে নেইমারের দলবদল বাবদ ২২২ মিলিয়ন ইউরোর চেক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। যার বিপরীতে ক্লাবটি নেইমারের ছাড়পত্রও ইস্যু করেছে।

দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় গেলো সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে পিএসজি’র হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। এমিয়েনস এর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়া ম্যাচটি পিএসজি’র দর্শকসারিতে বসেই উপভোগ করতে হয়েছে নেইমারের।

তবে নেইমারের খেলার বিষয়টি আগেই মন্তব্য করেছিলেন এফএফএফ’র সভাপতি নোয়েল লে গ্রেত। তিনি ফ্রান্সের ক্রীড়া বিষয়ক দৈনিক ল’ ইকুইপকে বলেন, ‘নেইমারের খেলা আটকে রাখার কোনো কারণ দেখছি না।’

এদিকে মৌসুম শুরুর ঠিক আগেই বিশ্ব দেখবে এলক্ল্যাসিকো। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। ম্যাচের আগে আলোচনার কেন্দ্রে রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বার্সার জার্সিতে অভিষেকের পর দুই দলের লড়াইয়ে সবচে’বেশি গোলের মালিক হয়েছেন আগেই। এবার আরেকটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মেসি। রিয়ালের বিপক্ষে আর মাত্র দুটো ম্যাচ জিতলেই বার্সার হয়ে সবচে’বেশি এল ক্লাসিকো জয়ী ফুটবলার হবেন তিনি।

দুই লেগের ম্যাচ হওয়ায় মেসির সামনে হাতছানি দিচ্ছে রেকর্ডটি। পরের ম্যাচ ১৬ আগস্টে মাঠে নামবে দল দুটি। সুপার কাপের ম্যাচ দুটি জিতলেই জাভিকে টপকে সবচেয়ে বেশি এল ক্লাসিকো জিতবেন মেসি।

সবশেষ বার্সার জার্সিতে ২০১৫ সালে খেলেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার জাভি। ক্যারিয়ারে ৪২ বার রিয়ালের মুখোমুখি হয়েছেন তিনি। জিতেছেন ১৭ বার। অন্যদিকে ৩৪টি এল ক্লাসিকো খেলা লিও মেসি জিতেছেন ১৬টিতে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ গোল করে ভাইরাল মেসি পুত্র
মেসির ঝলকে মায়ামির জয়
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh