• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্রাজেডিতেই বিদায় গতিমানবের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৭, ১১:২১

ট্রাজেডিতেই বিদায় নিতে হলো স্প্রিন্টের মহানায়ক উসাইন বোল্টকে। বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ক্যারিয়ারের শেষ দৌড় চার গুণিতক ১০০ মিটার রিলে শেষই করতে পারলেন না সর্বকালের দ্রুততম দৌড়বিদ।

লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে শনিবার রাতে দলগত এ ইভেন্টে সোনা জিতেছে বৃটেন। জ্যামাইকার প্রথম তিনজন নিজেদের কাজ সম্পাদন করলেও শেষ ল্যাপে উসাইন বোল্ড ৫০ মিটার পেরোতেই পেশিতে টান পান। ব্যথায় লুটিয়ে পড়েন ট্র্যাকে।

৩৭ দশমিক ৪৭ সেকেন্ড সময় নিয়ে সোনা দখল করে ব্রিটেন। এদিকে পাঁচ হাজার মিটারে মোহাম্মদ ফারাহ’র আধিপত্যের অবসান ঘটালেন ইথিওপিয়ার মুখতার ইদ্রিস।

চূড়ান্ত ল্যাপে গতি বাড়িয়ে ফারাহকে পেছনে ফেলেন ২৩ বছর বয়সী ইদ্রিস। ১০ হাজার মিটারে সোনা জিতলেও রূপা নিয়ে বিশ্ব আসর শেষ করতে হলো ৩৪ বছর বয়সী ফারাহকে।

বোল্টই একমাত্র অ্যাথলেট যিনি অলিম্পিকে ৮টি ইভেন্টে নেমে সবক’টিতেই সোনা জিতেছেন। ১১ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক এবং ৩ বার করে ১০০ মিটার, ২০০ মিটার ও ১০০ মিটার রিলে জিতেছেন উসাইন বোল্ট।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গতিমানব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উসাইন বোল্ট
X
Fresh