• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৬ বলে ৬ উইকেট!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ আগস্ট ২০১৭, ১৩:২৭

৬ বলে ৬ ছক্কা। এরকমটি আমরা হরহামেশা শুনে থাকি। কিন্তু কখনো কি শুনেছেন ৬ বলে ৬ উইকেট! তাও আবার সব উইকেট পরিষ্কার বোল্ড। হ্যাঁ, অবিশ্বাস্য এ কীর্তি গড়েছেন ইংল্যা‌ন্ডের ১৩ বছরের স্কুলছাত্র লুক রবিনসন।

চলতি সপ্তাহে ইংল্যান্ডের উত্তর-পূর্ব শহর ডারহামের কাছে ল্যাংলি পার্কে ফিলাডেলফিয়া ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব-১৩ দলের হয়ে এ কীর্তি গড়ে লুক। তার এমন অসাধারণ কীর্তির সাক্ষী হয়েছেন পরিবারের সদস্যরাও।

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, ওই ম্যাচে শিশুটি যখন টপাটপ উইকেট তুলছিল তখন বাবা স্টিফেন রবিনসন বোলিং প্রান্তে আম্পায়ারিং করছিলেন। মা হেলেন স্কোরার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছোট ভাই ম্যাথিউ ফিল্ডিং করছিল। আর দাদা গ্লেন স্রেফ দর্শক হয়ে নাতির কীর্তি উপভোগ করছিলেন।

বাবা স্টিফেন (৪৫) ক্লাবটির সিনিয়র দলের হয়ে খেলছেন দীর্ঘদিন। ছেলের কীর্তি নিয়ে তিনি বলেন, এটি অবিশ্বাস্য। আমি ৩০ বছর ধরে খেলছি। হ্যাটট্রিকও করেছি। তবে এরকমটি কখনো করতে পারিনি।

তিনি আরো বলেন, সময় গড়াচ্ছে। তবে সেটি এখনো আমার বিশ্বাস হচ্ছে না। আমি এখনো ভাবছি, এটি কি সত্যিই ঘটেছে।

এমন কীর্তি গড়ার আগে ২ ওভার বল করেছিল লুক। তবে কোনো উইকেট পায়নি। নিজের তৃতীয় ওভারে অবিশ্বাস্য এ কীর্তি গড়ে সে। বাবা স্টিফেনই সেই ওভার করতে তাকে পরামর্শ দেয়।

লুকের এমন কীর্তিতে হৈচৈ পড়ে গেছে ক্রিকেট বিশ্বে। দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে এমন কোনো রেকর্ড আছে কি না তা খতিয়ে দেখছেন কর্মকর্তারা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্থানের কাছে ৯ উইকেটে মুম্বাইয়ের হার
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
তুষারের ঝড়ো সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় রূপগঞ্জের 
আইপিএলে উইকেট শিকারে শীর্ষে মোস্তাফিজ
X
Fresh