• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নয়া ঝামেলায় নেইমার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৭, ২০:০২

প্যারিসে পৌঁছেছেন ১০ দিন হলো। এখনো পিএসজির জার্সি পরে মাঠে নামতে পারেননি। রোববার ফরাসি লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না-তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। এবার সার্টিফিকেট ঝামেলায় পড়েছেন নেইমার।

ইএসপিএন জানাচ্ছে, স্প্যানিশ ফেডারেশন থেকে আন্তর্জাতিক দলবদলের সার্টিফিকেট (আইটিসি) পায়নি ফরাসি লিগ কর্তৃপক্ষ। রোববার ম্যাচে নেইমারকে রাখতে আইটিসি পৌঁছানোর ডেডলাইন ছিল বৃহস্পতিবার রাত পর্যন্ত। তবে নির্ধারিত সময়েও তা পৌঁছেনি। এ নিয়ে মাথা ঘামাচ্ছে না পিএসজি।

স্প্যানিশ ফেডারেশন কেনো বাই-আউট ফি গ্রহণ করছে না-তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে ফরাসি লিগ কর্তৃপক্ষ। তবে এর মধ্যে কোনো কিন্তু না সন্ধান করার অনুরোধ জানিয়েছে বার্সা।

কাতালান ক্লাবটি বলছে, সমস্যাটা ব্যাংকের। ২২২ মিলিয়ন ইউরো ক্লাবের অ্যাকাউন্টে ঢুকছে না।

ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ) প্রেসিডেন্ট নোয়েল লে গ্রা বলেন, কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্পেন ফুটবল। তবে এ জটিলতা সাময়িক।

একই জটিলতায় গেলো ম্যাচও খেলতে পারেননি নেইমার। তবে এ নিয়ে মোটেও ভাবছেন না তিনি। বন্ধুদের সঙ্গে চুটিয়ে পার্টি করছেন ব্রাজিলিয়ান সেনসেশন। দলের সঙ্গে অনুশীলনও করছেন। এ ব্যাপারে উদ্বিগ্ন নয় পিএসজিও।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh