• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ভক্তদের সঙ্গে লাইভে কথা বলবেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৭, ১৮:১৭

বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন ভক্তরা। এ সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম রিং আইডি। শুক্রবার রাত ১০টায় লাইভে সবার সঙ্গে কথা বলবেন তিনি।

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিং আইডি। অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে ‘সবচে’ অনুপ্রেরণীয় নেতা’ মাশরাফি বিন মুর্তজা। সফল এ টাইগার অধিনায়ক লাইভে আসছেন। শুক্রবার আমাদের সঙ্গে থাকুন।

লাইভে আসার খবরটি দিয়েছেন নড়াইল এক্সপ্রেস নিজেও। ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিও বার্তায় ম্যাশ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আমরাও এগিয়ে যাচ্ছি। আমাদের প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। সেই যাত্রায় আমি রিং আইডির সঙ্গে আছি। আসুন, বিশ্বকে জানাই আমরাও পারি। তাই আমি আসছি রিং আইডি লাইভে। আমার সব আপডেট পেতে ফলো করুন ২০২০০২০২। দেখা হবে।

এর আগে রিং আইডি লাইভে ভক্তদের সঙ্গে আড্ডা দেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

মাশরাফির পর রিং আইডি লাইভে আসবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। আর ১২ আগস্ট রাত ১০টায় আসবেন বলিউড তারকা সানি লিওন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh