• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিকার্কের স্বপ্ন ভেঙে সোনা জিতলেন রামিল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ আগস্ট ২০১৭, ১১:৪৮

এবার ২০০ মিটার স্প্রিন্টে বিস্ময় উপহার দিলো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সবার প্রত্যাশাকে বুড়ো আঙুল দেখিয়ে সোনা জিতলেন তুরস্কের রামিল গুলিয়েভ।

জ্যামাইকান কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট আগেই ঘোষণা দিয়েছিলেন এতে না লড়ার। ফলে দক্ষিণ আফ্রিকার ওয়েড ভ্যান নিকার্ককে এবার চ্যাম্পিয়ন ধরা হচ্ছিল। ৪০০ মিটারে সোনা জিতে তাতে আরো বাতাস লাগান এ প্রোটিয়া। তবে চূড়ান্ত পর্বে প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনি।

লন্ডন অলিম্পিক স্টেডিয়ামে সবাইকে চমকে দিয়ে সোনা জিতেছেন রামিল। কখনো সিনিয়র পর্যায়ে পদক না জেতা এ স্প্রিন্টার ২০০ মিটারে জয় তুলে নিতে সময় নেন ২০.০৯ সেকেন্ড। ২০.১১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পান নিকার্ক। আর ১ সেকেন্ডের হাজার ভাগের এক ভাগ সময় বেশি নিয়ে ব্রোঞ্জ জেতেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর জেরিম রিচার্ডস।

সোনা জয়ের পর গুলিয়েভ বলেন, এটা কোনো চমক না। তবে বিশ্বাসও হচ্ছে না। বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় আমি ভীষণ আনন্দিত। এটা আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত। সেরা অর্জনও।

রামিল গুলিয়েভ ১৯৯০ সালে আজারবাইজানে জন্ম নেন। ২০১১ সালে তুরস্কের নাগরিকত্ব পান। আর ২০১৩ সাল থেকে দেশটির হয়ে খেলছেন। ২৭ বছরের এ অ্যাথলেট সিনিয়র পর্যায়ে বড় কোনো আসরে এর আগে কোনো পদক জেতেননি।

জেএইচ/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনাইমুড়িতে নতুন গ্যাস কূপের সন্ধান, খনন কাজ শুরু
সোনারগাঁয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ আটক ২ 
সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল, সম্পাদক ইয়াকুব 
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
X
Fresh