• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বরিশাল বুলসকে ছাড়াই মাঠে গড়াবে বিপিএল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ আগস্ট ২০১৭, ১৮:৩৩

শর্ত লঙ্ঘন করায় বরিশাল বুলসকে ছাড়াই মাঠে গড়াবে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জানালেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা।

বুধবার বিকালে সাংবাদিকদের তিনি জানান, দলটির আর্থিক অসঙ্গতির কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে পঞ্চম আসরে ফের যোগ দিচ্ছে সিলেট। প্রাথমিকভাবে ৮ দলের খেলার কথা থাকলেও এবার বরিশাল না থাকায় ৭ দল নিয়েই শুরু হবে এ আসর।

গেলো মাসের মাঝামাঝি সময়ে বরিশাল বুলসের সাবেক আইকন ও বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম এক সংবাদ সম্মেলন ডাকেন।

দলের কর্ণধার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল আউয়াল চৌধুরী বুলুর মুশফিকের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলার প্রেক্ষিতে মুশফিক সে সম্মেলনটি কাঁদতে কাঁদতে ত্যাগ করেন।

এর পর বিসিবির পক্ষ থেকে বুলুকে শোকজ করা হয়। তাদের মধ্যে সমঝোতাও হয়। যদিও এ আসরে মুশফিক নিজের হোমটিম রাজশাহী কিংসের আইকন হিসেবে যোগ দেন।

এর আগে চলতি মাসের শুরুতে জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমানকে নতুন ‘আইকন’ হিসেবে বরিশালে নেয়া হয়।

এনিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার বলেন, মুস্তাফিজকে খেলোয়াড় ড্রাফটে রাখার বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

বিপিএলের এবারের আসরে প্রতি একাদশে সর্বোচ্চ পাঁচজন বিদেশি খেলোয়াড় খেলতে পারবেন। আগের আসরগুলোতে প্রতি একাদশে খেলতে পারতেন সর্বোচ্চ চারজন বিদেশি। পাশাপাশি একাদশে তিনজন বিদেশি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

বিপিএলের খেলোয়াড় ড্রাফট হবে সেপ্টেম্বরের মাঝামাঝিতে। ড্রাফটে প্রতি ফ্রাঞ্চাইজিকে অন্তত ১৩ জন স্থানীয় ও দু’জন বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে হবে।

খেলোয়াড় ড্রাফটের বাইরে যেকোনো সময় যতজন ইচ্ছা বিদেশি খেলোয়াড় অন্তর্ভূক্ত করতে পারবে ফ্রাঞ্চাইজিগুলো।

এবারের আসরের পর্দা ওঠার কথা ছিল ৪ নভেম্বর। তবে সেই তারিখ পরিবর্তন হয়েছে। বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে ২ নভেম্বর।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh