• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৮৬ বছরে মেসিই সেরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ আগস্ট ২০১৭, ২১:৩১

স্প্যানিশ লিগ লা লিগার প্রথম মৌসুম মাঠে গড়ায় ১৯২৯ সালে। এরপর একে একে গড়িয়েছে ৮৬ মৌসুম। এ দীর্ঘ সময়ের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি।

সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

স্প্যানিশ ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান বিষয়ক গবেষণা কেন্দ্র (সিআইএইচইএফই) গবেষণাটি করেছে। এর নেতৃত্ব দেন হোসে আন্তেনিও ওর্তেগা।

গবেষণাতে দেখা গেছে, লা লিগার ৮৬ বছরের ইতিহাসে সেরা খেলোয়াড় মেসি। দ্বিতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস। ১৯৯৪-২০১০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেন তিনি। এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় সিজার রদ্রিগেজ। তিনি ন্যু ক্যাম্পে ছিলেন ১৯৪১-১৯৬০ সাল পর্যন্ত। চতুর্থ স্থান দখল করেছেন অ্যাথলেটিক বিলবাওয়ের তারকা টেলমো জারা। তিনি লা লিগা মাতান ১৯৪০-১৯৫৭ সাল পর্যন্ত। পঞ্চম স্থানে রয়েছেন স্পোর্টিং গিজন ও বার্সার সাবেক তারকা এনরিক ক্যাস্ত্রো ‘কুইনি’। আর খুদে জাদুকরের চির-প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ঠাঁই পেয়েছেন ১৭তম স্থানে।