• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালে মাশরাফি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ আগস্ট ২০১৭, ১৭:৫৩

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। সকালে কফের সঙ্গে রক্ত আসায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে যান তিনি।

কয়েকটি বিশ্বস্ত সূত্র জানায়, শনিবার সকাল থেকে অসুস্থ অনুভব করছিলেন মাশরাফি। এ কারণে তাকে হাসপাতালে নেয়া হয়। জানা গেছে, হঠাৎই কফের সঙ্গে রক্ত আসে তার।

তবে তা গুরুতর কিছু নয় বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, মাশরাফির গুরুতর কিছু হয়নি। সকালে কফের সঙ্গে হালকা রক্ত আসে তার। যে কারণে চেকআপ করাতে হাসপাতালে যান তিনি। ম্যাশের ফুসফুস চেকআপ করা হয়েছে। এতে খারাপ কিছু পাওয়া যায়নি। তাকে হাসপাতালে ভর্তি হতে হবে না।

কলকাতায় সেরা বাঙালি অ্যাওয়ার্ড নিয়ে গেলো বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন মাশরাফি। এরই মধ্যে ঢাকায় কন্ডিশনিং ক্যাম্পের পর অনুশীলন করতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রাথমিক দলের বেশিরভাগ টাইগার সদস্য।

তবে মাশরাফিসহ কয়েক ক্রিকেটার চট্টগ্রাম পর্বে অংশ নিচ্ছেন না। তারা ঢাকায় থাকছেন।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh