• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নেইমারের জার্সি বিক্রি, একদিনে আয় ১ মিলিয়ন ইউরো

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ আগস্ট ২০১৭, ১৫:৪৬

সব জল্পনা-কল্পনা ও বাধা-বিপত্তির অবসান ঘটিয়ে রেকর্ড ট্রান্সফার ফি’তে বার্সেলোনা থেকে নেইমারকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সা ছেড়ে শুক্রবার প্যারিসে গিয়ে পৌঁছেছেনও তিনি। ওই দিনই তাকে আনুষ্ঠানিকভাবে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি। আর প্রথম দিনেই বিশ্বের কোটি ফুটবলপ্রেমী টের পেয়েছেন কেনো তাকে এতো চড়ামূল্যে কেনা হয়েছে!

অনুষ্ঠানে নেইমারের হাতে ১০ নম্বর জার্সি তুলে দেয়া হয়। তবে সবকিছু ছাপিয়ে দিন শেষে মুখ্য আলোচনা হয়ে দাঁড়ায় তার জার্সি। প্রথম দিনেই ব্রাজিলিয়ান সেনসেশনের নাম ও নম্বর সম্বলিত ১০ হাজারেরও বেশি জার্সি সমর্থকদের কাছে বিক্রি করেছে পিএসজি।

২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বার্সেলোনা থেকে দলে টেনেছে প্যারিস সেন্ট জার্মেইন। যা ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড। পাঁচ বছরের চুক্তিতে সেখানে যোগ দিয়েছেন তিনি। ১০ নম্বর জার্সি পরেই পিএসজিতে অভিষেক হতে যাচ্ছে এ ব্রাজিলিয়ান স্ট্রাইকারের।

নেইমারের প্রতিটি জার্সি ১০০ ইউরো দরে বিক্রি হয়েছে। সেই হিসাবে প্রথম দিনেই ১ মিলিয়ন ইউরো (১০ লাখ ইউরো) আয় করেছে পিএসজি। সমর্থকরা এভাবে প্রিয় তারকার জার্সি কিনলে আসছে বছর মার্চের মাঝামাঝিতেই ট্রান্সফার ফি’র প্রায় পুরোটাই উঠিয়ে নেবে ক্লাবটি।

এরই মধ্যে জার্সিটি প্যারিস সেন্ট জার্মেইন’র দু’স্টোরে ব্যাপক চাহিদার জন্ম দিয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh