• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নেইমার এখন প্যারিসে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ আগস্ট ২০১৭, ১৩:২৫

সব জল্পনা-কল্পনা ও বাধা-বিপত্তির অবসান ঘটিয়ে রেকর্ড গড়ে নেইমারকে দলে ভেড়ালো প্যারিস সেন্ট জার্মেইন। ২২২ মিলিয়ন ইউরো দিয়ে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান সেনসেশনকে বগলদাবা করলো ফরাসি ক্লাবটি। যা ক্লাব ফুটবলে বিশ্ব রেকর্ড। এরই মধ্যে টাকা বুঝে পাওয়ার কথা নিশ্চিত করেছে বার্সা।

এখন প্যারিসে অবস্থান করছেন নেইমার। তার সেখানে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে ফরাসি ক্লাবটিতে যোগ দিয়েছেন হালের এ ফুটবল সুপারস্টার।

ক’দিন আগে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, ২০২১ পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন তিনি। ওই সময় বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ জানান, এ মুহূর্তে বিশ্বের সর্বোচ্চ বেতনধারী খেলোয়াড় খুদে জাদকর।

তবে পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি অনুযায়ী, মেসিকে টপকে এখন সর্বোচ্চ পারিশ্রমিক ভোগী ফুটবলার হলেন ২৫ বছরের ব্রাজিলিয়ান সুপারস্টার।