• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

নেইমারকে বিদায় জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ আগস্ট ২০১৭, ২১:০৭

বার্সেলোনার সতীর্থ নেইমার জুনিয়রকে বিদায় জানিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

বুধবার নিজ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। এতে দুই তারকার এক সঙ্গে পার করা বেশ কিছু বিশেষ মুহূর্ত রয়েছে।

সকালে ন্যু ক্যাম্পে অনুশীলনে যোগ দিয়ে দলের কোচ আর্নেস্তো ভালভার্দেসহ সব খেলোয়াড় ও কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেন নেইমার। পরে কোচ তাকে অনুশীলন না করার অনুমতি দেন।

এর পরেই ফ্রেঞ্চক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) বিশ্ব রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোতে যোগ দেবার খবরটি ছড়িয়ে পরে বিশ্বজুড়ে।

এদিকে ফেঞ্চ গণমাধ্যম আরএমসি জানায়, ৫ বছর মেয়াদী এ চুক্তি অনুসারে নেইমার ২০২২ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলবেন। প্রতি বছরে তিনি পাবেন ৩০ মিলিয়ন ইউরো। চুক্তি-সমঝোতার সবকিছুই হয়ে গেছে।

আমেরিকায় মৌসুমপূর্ব সফরে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে কয়েকটি সফল প্রীতি ম্যাচে জয়লাভ করে অসাধারণ পারর্ফম করেন নেইমার।

১৯৯২ সালে জন্ম নেয়া নেইমার ডি সান্তোস জুনিয়র ২০১৩ সালে ব্রাজিলিয়ান কাপ সান্তোস থেকে বার্সায় যোগ দেন তিনি।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
নেইমারের হরেক রকম শখ পূরণের দায় ক্লাবের কাঁধে!
বিস্ময়–বালক এনদ্রিকের গোলে ইংল্যান্ডকে হারাল ব্রাজিল
X
Fresh