• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভারত-পাকিস্তানের অন্যরকম বন্ধুত্ব

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ আগস্ট ২০১৭, ১৭:৫০

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মানেই আলাদা উত্তাপ। ক্রিকেট নিয়ে দু’দলের সমর্থকদের যুক্তিতর্ক ও বিবাদের শেষ নেই। শুধু তাই নয় দু’দলের ক্রিকেটারদের সম্পর্ক নিয়েও সমর্থকদের কাছে আছে বেশ ভ্রান্ত ধারণা!

সম্প্রতি পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির একটি টুইট বদলে দিতে পারে ভ্রান্তবিশ্বাসগুলো।

শহিদ আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশনে (এসএ ফাউন্ডেশন) নিজের সই করা ব্যাট দান করেছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি। এমন অবদানের জন্য কোহলিকে টুইটারের মাধ্যমে ধন্যবাদ জানান আফ্রিদি।

এতে বিরাটকে আফ্রিদি বলেন, এসএ ফাউন্ডেশনের জন্য সহায়তা করায় বিরাটকে ধন্যবাদ জানাচ্ছি।

বর্তমানে শ্রীলঙ্কা সফরে থাকা কোহলি তাৎক্ষণিকভাবে পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে শুভ কামনা জানান।

এতে তিনি বলেন, সুস্বাগতম শহিদ ভাই। আপনাকে এবং এসএ ফাউন্ডেশনকে অভিনন্দন ও শুভকামনা।

গেলো এপ্রিলে মহা তারকা আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার সময় তাকে ভারত দলের সব খেলোয়াড়ের সই করা কোহলির একটি জার্সিও উপহার পাঠানো হয়েছিল।

সে সময় ওই জার্সিটির ছবি আফ্রিদি টুইটারে পোস্ট করে। জার্সিটিতে লেখা ছিল, শহিদ ভাই, শুভ কামনা এবং আপনার বিপক্ষে খেলা সব সময়ই আনন্দের।

ভারতের পক্ষ থেকে পাঠানো ওই জার্সিটি ইংল্যান্ডের লন্ডনে এক নিলাম তুলে প্রায় তিন লাখ রুপিতে বিক্রি করা হয়েছিল।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh