• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

মায়ামি এল ক্লাসিকোতে বার্সার জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুলাই ২০১৭, ০৯:২৯

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারাল বার্সেলোনা।

বার্সার পক্ষে লিওনেল মেসি, ইভান রাকিটিক ও জেরার্ড পিকে একটি করে গোল করেন। অন্যদিকে রিয়ালের হয়ে গোল করেছেন মাতেও কোভাচিচ ও মার্কো এসেনসিও।

স্প্যানিশ দল দুটি ৩৫ বছর পর বিদেশের মাটিতে খেলেতে নামে।

১৯৮২ সালে ভেনেজুয়েলার ম্যাচটির পর এটিই ছিল এ শতাব্দীর বিদেশের মাটিতে প্রথম এল ক্ল্যাসিকো। সে ম্যাচে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল রিয়াল।

এবারের প্রেক্ষাপট ভিন্ন। আমেরিকার মায়ামি হার্ড রক স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ ছিল।

ম্যাচ শুরু হবার পর ৩ মিনিটের মাথায় চমৎকার গোলে শুভসূচনা করেন আর্জেন্টাইন মহাতারকা লিও মেসি। কিছুক্ষণের মধ্যেই ব্যবধান বাড়ান ক্রোয়োশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিস। প্রথমার্ধের ৭ মিনিটেই স্কোর বার্সা ২ - রিয়াল ০।

১৪ মিনিটে রিয়ালের পক্ষে প্রথম গোলটি করে প্রতিযোগিতার আভাস দেন ক্রোয়েশিয়ান জাতীয় দলের মিডফিল্ডার মাতেও কোভাচিচ। এরপর ফরোয়ার্ড মার্কো এসেনসিও আরেকটি গোল করলে ৩৬ মিনিটে ২-২ গোলে সমতায় ফেরে রিয়াল।

বিরতির পর মাঠে নেমে দুই দল আক্রমণ বাড়াতে থাকে। ৫০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমারের করা ফ্রি কিকে রিয়ালের গোল পোস্টে বল বিধ্বস্ত করে উল্লাসে মেতে ওঠেন জেরাড পিকে।

পরে দুই পক্ষই কয়েকটি সুযোগ পেলেও নির্ধারিত ৯০ মিনিটে আর কোনো গোল হয়নি। শেষপর্যন্ত ৩-২ গোলেই জয় পায় মেসি-নেইমাররা।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
শেখ জামালকে গুঁড়িয়ে আবাহনীর বিশাল জয়
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
X
Fresh