• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৬ বলে ৬ ছক্কা মেরেও হার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুলাই ২০১৭, ১৫:৫২

ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ৬ বলে ৬ ছক্কার রেকর্ড গড়লেন ইংলিশ ক্রিকেটার রস হোয়াইটলি। টি-টোয়েন্টি ব্লাস্টে হেডেলিংতে ইয়র্কশায়ারের বিপক্ষে ওরচেস্টারশায়ারের হয়ে এ রেকর্ড গড়েন তিনি। কিন্তু তার এ রেকর্ড গড়ার ম্যাচেও হেরেছে ওরচেস্টারশায়ার।

শুরুতে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টিতে ডেভিড উইলির ক্যারিয়ার সেরা ১১৮ রানের ইনিংসে ভর করে ৬ উইকেট হারিয়ে ২৩৩ রানের বড় পুঁজি পায় ইয়র্কশায়ার। জবাবে ব্যাট করতে নেমে হোয়াইটলির ৬ ছক্কায় গড়া ৬৫ রানের ইনিংসে ভর করে ১৯৬ রানে থামে ওরচেস্টারশায়ার। ফলে ৩৭ রানে হারে হোয়াইটলির দল।

ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার কার্ল কারভারের ওভারে ৬টি ছক্কা হাঁকান হোয়াইটলি। হেডেলিংতে ওরচেস্টারশায়ারের ইনিংসের ১৬তম ওভারে ব্যাট হাতে ঝড় তুলে ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কার প্রথম রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটার স্যার গ্যারি সোবার্সের। ১৯৬৮ সালের কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লামোরগানসের বিপক্ষে নটিংহামশায়ারের হয়ে এই রেকর্ড গড়েছিলেন তিনি।

১৯৮৫ সালে রনজি ট্রফিতে ভারতের সাবেক ব্যাটসম্যান ও বর্তমান কোচ রবি শাস্ত্রী স্পিনার তিলকরাজের ৬ বলে ৬ ছক্কা মারেন।

২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো আন্তর্জাতিক অঙ্গনে প্রথম এ রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হার্শেল গিবস। হল্যান্ডের বিপক্ষে ম্যাচে এ রেকর্ডের মালিক হন তিনি।

২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের ৬ বলে ৬টি ছক্কা মারেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং।

পরে ২০১৩ সালে মাত্র ২২ বছর বয়সে জর্ডান ক্লার্ক এ রেকর্ডের মালিক হন। কাউন্টি দল ইয়র্কশায়ারের স্পিনার গুরমান রান্ধওয়ার বলে ল্যাঙ্কাশায়ার এ ব্যাটসম্যান ৬ বলে ৬টি ছক্কা হাঁকান।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh