• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইসিসিতে ম্যানইউ’র কাছে হারলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুলাই ২০১৭, ১০:৩৫

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ (আইসিসি) ফুটবলে টাইব্রেকারে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

নির্ধারিত সময়ের খেলা ছিল ১-১ গোলে ড্র। শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধের শেষ মুহূর্তে জেসি লিংগার্ডের গোলে লিড নেয় ম্যান ইউ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৬৯ মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা।

এরপর দু’দলই আরো কয়েকবার সুযোগ তৈরি করলেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত পেনাল্টি শ্যুট আউটে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

২০১৩ সাল থেকে প্রতি গ্রীষ্মে অনুষ্ঠিত হয়ে আসছে এ টুর্নামেন্ট। চীন, আমেরিকা ও সিঙ্গাপুরে হয় এ টুর্নামেন্ট।

প্রতি মৌসুমের আগে বিশ্বের বিখ্যাত ক্লাবগুলো এতে প্রীতি ম্যাচ খেলে থাকে। এ প্রি-সেশন ম্যাচ খেলে তারা নিজেদের ঝালাই করে নেয়।

এবারের আসরে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, জুভেন্টাস, পিএসজি, রোমা, বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় ক্লাবগুলো খেলবে।

এ টুর্নামেন্টে সবচেয়ে বেশি সংখ্যক চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh