• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর শুরু বুধবার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৭, ২২:৪৭

সমুদ্র সৈকত কক্সবাজারে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্নিভালের দ্বিতীয় আসর শুরু হবে বুধবার।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৩ দিনব্যাপী এই টুর্নামেন্ট।

টি-টোয়েন্টি ফরম্যাটের এ টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে কমপক্ষে ৫ বছর খেলেছেন এমন ক্রিকেটাররা।

ফ্রাঞ্চাইজিভিত্তিক ৬টি দল দু’গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে প্রতিযোগিতায়। টুর্নামেন্টের ফাইনাল ২৯ জুলাই শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার বিকেলে হোম অব ক্রিকেট মিরপুরের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রতিযোগিতার আহ্বায়ক খালেদ মাসুদ পাইলট, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক(পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান, সিনিয়র অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, অ্যাডিশনাল ডিরেক্টর ফিরোজ আলম ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ উপস্থিত ছিলেন।

আসরে অংশগ্রহণকারী ৬ দল- বসুন্ধরা গ্রুপ ঢাকা মাস্টার্স, নেশন-ঢাকা মেট্রো মাস্টার্স, ইস্পাহানি চট্টগ্রাম মাস্টার্স, টাইটান্স খুলনা মাস্টার্স, একমি রাজশাহী মাস্টার্স ও এক্সপো অরস্টার্স মাস্টার্স।

মাস্টার্স ক্রিকেট কার্নিভালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় খুলনা মাস্টার্স।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh