• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতের কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে ইংল্যান্ডকে

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুলাই ২০১৭, ১৬:২৩

নারী বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে ফেবারিট হিসেবেই মাঠে নামছে ইংলিশরা। তবে এশিয়ার ক্রিকেট পরাশক্তিদের বিপক্ষে অগ্নিপরীক্ষাই দিতে হবে তাদের।

হারমানপ্রিত কৌরের মহাকাব্যিক ১৭১ রান এবং বোলারদের সুশৃঙ্খল বোলিংয়ে দ্বিতীয় সেমিফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। সব মিলিয়ে তাদের আত্মবিশ্বাস তুঙ্গে। তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়ার কাছে অগ্নিপরীক্ষা দিতে হবে বলে স্বীকার করছেন ক্রিকেটবোদ্ধারা।

অপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অবশ্য ফাইনালে এগিয়ে থাকছে ইংলিশরাই। তিনবার তাদের শিরোপা জয়ের স্বাদ রয়েছে। সেখানে একবারও শিরোপা স্পর্শ করার সৌভাগ্য হয়নি ভারতের।

পরিসংখ্যানেও এগিয়ে ইংল্যান্ড। এখন পর্যন্ত নারীদের বিশ্ব ইভেন্টে ছয়বার মুখোমুখি হয়েছে দু’দল। সেখানে চারবার জিতেছে ইংলিশরা। আর দু’বার জয়ের মুখ দেখেছে ভারত।