• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্যাট পাল্টাতে হবে ধোনি-গেইল-ওয়ার্নারদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুলাই ২০১৭, ১৫:৪১

ব্যাটের আকৃতি নিয়ে নতুন নিয়ম চালু করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। আসছে ১ অক্টোবর থেকে নিয়মটি কার্যকর হচ্ছে। এমনটি হলে বেশ সমস্যায় পড়তে হবে ধোনি, গেইল, ওয়ার্নার, পোলার্ডদের।

ব্যাটে-বলে ভারসাম্য আনতেই নতুন নিয়ম করেছে এমসিসি। এ নিয়ম অনুযায়ী, ব্যাটের মাপ হবে ১০৮ মিলিমিটার চওড়া, ৬৭ মিলিমিটার মোটা ও ৪০ মিলিমিটার প্রান্ত।

এতদিন নিজেদের পছন্দসই ব্যাট নিয়ে মাঠে নামতেন ব্যাটসম্যানরা। পুরু-ভারি ব্যাটের দিকেই বেশি নজর ছিল বিগ হিটারদের। কারণ, বেশি পুরু-ভারি ব্যাট দিয়ে বলে মোটামুটি হিট করলেই বাউন্ডারি হতো।

এ যেমন ধরুন মহেন্দ্র সিং ধোনির ব্যাটের প্রান্ত ছিল ৪৫ মিলিমিটার। এরকম ব্যাট দিয়েই বল পেটাতেন তিনি। নতুন নিয়মে ব্যাটের পুরুত্বও কমাতে হবে সাবেক ভারতীয় অধিনায়ককে। তবে আসছে শ্রীলঙ্কা সিরিজে নিজের পছন্দের ব্যাট নিয়েই মাঠে নামতে পারবেন মাহি।