• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শাহরুখের দলে খেলতে ২৭ জুলাই দেশ ছাড়ছেন মিরাজ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৭, ২২:৩৭

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। রোববার এ উদীয়মান অলরাউন্ডারের অনাপত্তিপত্রে সই করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সবকিছু ঠিক থাকলে ২৭ জুলাই রাতে সিপিএলে অংশ নিতে দেশ ছাড়বেন মিরাজ। ওই টুর্নামেন্টে ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। অস্ট্রেলিয়ান চায়নাম্যান বোলার ব্র্যাড হগের পরিবর্তে তাকে ভিড়িয়েছে দলটি। এ নিয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশের অফ স্পিনিং অলরাউন্ডার।

সিপিএলের এবারের আসর শুরু হবে ৪ আগস্ট। উদ্বোধনী দিনেই সেন্ট লুসিয়া স্টার্সের বিপক্ষে লড়বে মিরাজের দল।

তবে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না বাংলাদেশের ভবিষ্যত তারকা। অস্ট্রেলিয়া সিরিজের আগেই দেশে ফিরতে হবে তাকে। তিনি অনাপত্তিপত্র পেয়েছেন ১৫ আগস্ট পর্যন্ত। সেই হিসাবে প্রথম ৫ ম্যাচে এ অলরাউন্ডারকে পাবে ত্রিনবাগো। দলটির মালিক ভুবন কাঁপানো বলিউড সুপারস্টার শাহরুখ খান।

একই টুর্নামেন্টে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলবেন বিশ্বসেরা অলরাউন্ডিার সাকিব আল হাসান। তার দেশ ছাড়ার কথা ২৯ জুলাই। এ নিয়ে তৃতীয়বার সিপিএলে খেলবেন তিনি।

এর আগে সাকিব ছাড়াও সিপিএলে খেলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলের মেহেদীর পরিবারে চলছে মাতম 
কুবি শিক্ষক সমিতির নেতৃত্বে তাহের-মেহেদী
বইমেলায় সরোজ মেহেদীর ‘চেনা নগরে অচিন সময়ে’
নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেদীকে প্রতীক বরাদ্দের নির্দেশ
X
Fresh