• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শিগগিরই ক্যাম্পে যোগ দিচ্ছেন সাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৭, ১৮:৩৭

পায়ে চোটের কারণে কন্ডিশনিং ক্যাম্পে অংশ নিতে পারছেন না সাকিব আল হাসান। তবে আশঙ্কার কিছু নেই। শিগগিরই ক্যাম্পে যোগ দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সবকিছু ঠিকঠাক চললে ২৪ জুলাইয়ের মধ্যে পুরো অনুশীলন শুরু করতে পারবেন তিনি। জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিশিয়ান মনিরুল আমিন।

১৪ জুলাই বনানীর নিজ বাসার সিঁড়ি দিয়ে নামার সময় পা মচকে যায় সাকিবের। অবশ্য তখনই বিসিবি সূত্র জানায়, তার ইনজুরি গুরুতর নয়। সপ্তাহ খানেকের মধ্যে তিনি সেরে উঠবেন।

এ মুহূর্তে বিশ্রামে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। যে কারণে অনুশীলনে অংশ নিচ্ছেন না তিনি।

সোমবার মনিরুল জানালেন, সাকিবের চোটটা হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন। এটি গ্রেড-ওয়ানে পড়ে। একেবারে হালকা চোট। তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট দেয়া হচ্ছে। দ্রুত সেরে উঠছেন। পা ফোলা অনেক কমেছে। আশা করছি, দু’-এক দিনের মধ্যে শরীরের ওপর-নিচের ব্যায়াম শুরু করতে পারবেন। চোট পাওয়ার ১০ দিনের মধ্যে আগের মতো পুরো অনুশীলন শুরু করতে পারবেন।

আগস্টের শেষদিকে দু’ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়ার। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যাবে টাইগাররা। এ দু’সিরিজ সামনে রেখে ১০ জুলাই থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বিসিবি ঘোষিত প্রাথমিক দলের সদস্যরা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের মাঠে ফেরা নিয়ে যা জানালেন কোচ সোহেল 
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব
ঈদের নামাজ শেষে সাকিবকে দেখে ভুয়া ভুয়া স্লোগান
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-সাকিব-জ্যোতিরা
X
Fresh