• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ বাতিলের দাবি ৬ আরব দেশের!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৭, ২৩:৫২

২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে কাতারের নাম বাতিলের জন্য বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে লিখিত আবেদন জানিয়েছে ৬টি আরব দেশ।

ফিফা কোডের ‘আর্টিকেল ৮৫’ এর রেফারেন্স দিয়ে কাতারকে বাতিলের দাবি জানায় সৌদি আরব, ইয়েমেন, মৌরিতানিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে।

দেশগুলোর দাবি, মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে কাতারে ‘সন্ত্রাসবাদ’ দিনে দিনে চরম পর্যায়ে চলে যাচ্ছে।

‘আর্টিকেল ৮৫’ অনুযায়ী, জরুরি ভিত্তিতে ফিফা যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখে।

সুইজারল্যান্ডভিত্তিক ওয়েবসাইট ‘দ্যা লোকাল’ এর প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

তবে সংবাদ সংস্থা রয়টার্স বলছে লিখিত আবেদনের কোনো কপি তারা পায়নি। এছাড়া ফিফার পক্ষ থেকে সংবাদ সংস্থাটিকে জানানো হয়েছে যে তাদের সভাপতি গিয়ান্নি ইনফানতিনো এ ধরনের কোনো ডকুমেন্ট পাননি।

ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ফিফা সভাপতি এ ধরনের কোনো চিঠি পাননি এবং পরবর্তীতে এ বিষয়ে কোনো মন্তব্যও করা হবে না ফিফার পক্ষ থেকে।

তিনি আরো বলেন, ফিফা প্রতিনিয়ত কাতার ২০২২’র স্থানীয় ও সুপ্রিম আয়োজক কমিটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।

কাতার সরকারের বিশ্বকাপ অ্যাক্টিভিস্টদের সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সৌদি আরব ও অন্যরা যে এ ধরনের কোনো কিছুর সঙ্গে জড়িত সে বিষয়ে কাতার সতর্ক।

সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা এবং ইরান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে গেলো ৫ জুন কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব ও তার মিত্ররা।

এ সংকট নিরসনে কুয়েত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যস্থতা করার চেষ্টা করলেও এখনো কোনো উন্নতি দেখা যায়নি।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh