• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যাদের নাম হয়, তাদের বদনামও হয় : নাসির (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৭, ১৯:৩৯

যাদের নাম হয়, তাদের বদনামও হয়। বললেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেন।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির লাউঞ্জে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নাসির হোসেন বলেন, আপনি আমাকে এক চোখে দেখবেন, আরেকজন আরেক চোখে দেখবেন এটাই স্বাভাবিক। তাছাড়া খেলার সময় এসব সমালোচনা আমার মাথাতেই থাকে না।

এ বিষয়ে তিনি আরো বলেন, পত্রিকা খুব একটা পড়া হয় না আমার। আর ফেসবুকও খুব কম ব্যবহার করি। তাই সব সমালোচনা খুব একটা নজরে পড়ে না আমার।

ফিটনেস ক্যাম্প নিয়ে এ অলরাউন্ডার বলেন, আমরা খেলোয়াড়, ভালো পারফর্ম করার জন্য ফিটনেস ৬০ ভাগ সাহায্য করে। তাই আমার মনোযোগ আর প্রস্তুতি এখন ফিটনেস ট্রেনিং নিয়ে।

দলে ফেরার বিষয়ে তিনি বলেন, দলে ফেরার জন্য আমি সিরিয়াস অনুশীলন করছি। তবে দলে ফেরার সুযোগ আমার হাতে নেই। আমার যা করণীয়, তা আমি করছি।

এতটুকু বিশ্বাস আছে যে আমি যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে অবশ্যই জাতীয় দলে ফিরতে পারবো বলেও তিনি উল্লেখ করেন।

‘মিস্টার ফিনিশার’ খ্যাত এ অলরাউন্ডার বলেন, আমার ওপর আস্থা রাখলে, তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো আমি। জাতীয় দলে ফের সুযোগ পেলে চেষ্টা করবো পারফর্ম্যান্স দিয়ে দলে নিয়মিত হতে।

এসময় নিজের জনপ্রিয়তার বিষয়ে নাসির বলেন, আমি জানি না মানুষ আমাকে কেন ভালোবাসে। সবাই এটা পায় না। যারা আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি কৃতজ্ঞ।

কে/জেএইজ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh