• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সব ম্যাচ জিতেই অস্ট্রেলিয়া সফর শেষ করলো লিটন-এনামুলরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৭, ১৯:০১

৫-০ ব্যবধানে ওয়ানডে সিরিজের পর একমাত্র তিনদিনের ম্যাচটিও ২১ রানে জিতে অস্ট্রেলিয়া সফর শেষ করলো লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি হাই পারফর্ম্যান্স-এইচপি দল।

গেলো মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নর্দার্ন টেরিটরি-এনটি একাদশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

ইরফান শুকুরের অপরাজিত ১০৪, মেহেদি মারুফের ৮৭ ও সাইফউদ্দিনের ২৭ রানে ভর করে ৬ উইকেটে ৩১২ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বিসিবি এইচপি দল।

এনটি একাদশের জেরেমি বিংকস ৪৭ রানের বিনিময়ে ৩টি ও গ্রেগরি ৩০ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেন।

জবাবে স্বাগতিকরা দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে তোলে ৮৪ রান। নিহাদুজ্জামান ৪০ রান করা ম্যাকসুইনিকে আউট করে এ জুটি ভাঙেন। পরপরই ১৭ রান করা গ্রেগরিকে মাঠছাড়া করেন তানবির হায়দার।

তৃতীয় উইকেট জুটিতে হ্যাকনি ও ডিকম্যান ৯৮ রান যোগ করেন। ফের এনটি শিবিরে আঘাত হানেন হায়দার। তিনি শিকার করেন ৯৭ রান করা হ্যাকনিকে। ৩ উইকেটের বিনিময়ে ৩১৬ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা।

তৃতীয় ও শেষদিনে ৭ উইকেটে ৩৫২ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে এনটি একাদশ।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২২৯ রানে অলআউট হয়ে যায় বিসিবি একাদশ। তবে প্রতিপক্ষের চেয়ে ১৮৯ রানে এগিয়ে থাকে। ফলে ১৯০ রানের লক্ষ্য দাঁড়ায় এনটি একাদশের।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৮ রান তুলতেই সবক’টি উইকেট হারায় স্বাগতিকরা। ফলে ২১ রানের জয় পায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

বিসিবি এইচপি: ৩১২/৬ ডিক্লেয়ার,(প্রথম ইনিংস)

ইরফান ১০৪*, মারুফ ৮৭, সাইফউদ্দিন ২৭; বিংকস ৩/৪৭, ২/৩০

এনটি স্বাগতিক একাদশ: ৩৫২/৭ ডিক্লেয়ার (প্রথম ইনিংস)

ডিকম্যান ১০২*, হ্যাকনি ৯৭, ডোয়েল ৪৬; তানভীর ২/২৯, নিহাদুজ্জামান ১/৩২

বিসিবি এইচপি: ২২৯/১০

এনটি স্বাগতিক একাদশ: ১৬৮/১০ (দ্বিতীয় ইনিংস)

ফলাফল: বাংলাদেশ এইচপি একাদশ ২১ রানে জয়ী।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh