• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে নিহত ৮

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ জুলাই ২০১৭, ১৩:৫৭

সেনেগালের রাজধানী ডাকারে একটি ফুটবল স্টেডিয়ামের দেয়াল ধসে মারা গেছেন ৮ জন দর্শক। এতে আহত হয়েছেন অন্তত ৬০ জন।

হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মাতার বা।

শনিবার দেশটির দেম্বা দিউপ স্টেডিয়ামে লিগ কাপে স্তাদে দে বোর ও ইউনিয়ন স্পোর্টিভ ওউকামের মধ্যকার ফাইনাল ম্যাচের শেষ বাঁশি বাজার পর ঘটে এই হতাহতের ঘটনা।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, কিছু সমর্থক একে অপরের দিকে পাথরসহ অন্যান্য জিনিসপত্র ছুঁড়ে মারে। দু’পক্ষের লড়াই থামাতে পুলিশ টিয়ারগ্যাস ছুঁড়লে লোকজন আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি শুরু করলে পদদলিত হন অনেকে। এসময় ভেঙে পড়ে স্টেডিয়ামের দেয়ালটি। অনলাইনে প্রকাশ পাওয়া কিছু ছবিতে দেখা গেছে, মানুষ টিয়ারগ্যাস থেকে রক্ষা পেতে একটি নিচু দেয়াল টপকাচ্ছে।

খবরে আরো বলা হয়, ৯০ মিনিট খেলা শেষে স্কোর ছিল ১-১। তবে অতিরিক্ত সময়ের প্রথমার্ধে এমবাউর অপর এক গোল করে এগিয়ে যায়। এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত স্কোর ২-১ ই থাকে। কিন্তু তখনই দু’পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। চিয়েখ মাবা দিইয়প নামের এক দর্শকের বন্ধু ওই ঘটনায় নিহত হন।

বার্তা সংস্থা এএফপি এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে... আমরা নিশ্চিতভাবেই জানতাম আমাদের কয়েকজন মারা গেছেন। কারণ দেয়ালটি সরাসরি তাদের ওপরে পড়েছিল।’

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, দেয়ালটি ধসে দর্শকদের ওপর পড়লে সেখানেই প্রাণহানি ঘটে। সে সময় পদপিষ্ট হয়ে অনেকে আহত হন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি কাজ করে বেশ কয়েকটি মেডিকেল টিম।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এক চুমুতে আড়াই বছরের জেল!
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
ফিলিস্তিনের কাছে ৫ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
X
Fresh