• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

ভেনাসকে হারিয়ে উইম্বলডনের নতুন রানি মুগুরুজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ জুলাই ২০১৭, ২৩:৩১

ভেনাস উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডন ওপেনের শিরোপা জিতলেন গারবিনে মুগুরুজা।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে, মার্কিন বনাম স্প্যানিশ টেনিস কন্যার লড়াই স্থায়ী হয়, একঘণ্টা ১৭ মিনিট। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ প্রথম সেট ৭-৫ গেমে জয় পান ২৩ বছর বয়সী মুগুরুজা। দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি ৩৭ বছর বয়সী ভেনাস।

৬-০ গেমে নিজের করে ২৩ বছর পর দ্বিতীয় স্প্যানিশ নারী হিসেবে উইম্বলডন জেতার কৃতিত্ব দেখালেন গারবিনে মুগুরুজা। এটি তার দ্বিতীয় গ্রান্ড স্ল্যাম শিরোপা।

শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত মুগুরুজা বলেন, ভেনাসের বিপক্ষে আমি আজ সবচেয়ে কঠিন ম্যাচ খেলেছি। ভেনাসের খেলা দেখে আমি বড় হয়েছি- দুঃখিত। এখানে খেলতে পারা আমার জন্য দারুণ ব্যাপার। অবশ্যই আমার মধ্যে একটু চাপ কাজ করছিল, কারণ উইম্বলডন জেতার স্বপ্ন আমি সবসময় দেখতাম।

দুই বছর আগেও উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন গারবিন মুগুরুজা। কিন্তু শিরোপা হাতে তুলতে পারেননি। সেবার ভেনাসের ছোটো বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি। এবার ভেনাস উইলিয়ামসকে হারালেন তিনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh