• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশের মেয়েরা ৯-০ গোলে কোরিয়াকে হারালো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ জুলাই ২০১৭, ২২:০৫

বাংলাদেশের মেয়েদের দক্ষিণ কোরিয়া সফর শুরু হয়েছিল স্বাগতিক অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৬-০ গোলে হেরে। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

শুক্রবার কোরিয়ার পাজুতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্থানীয় ইয়ুলমিউন মিডল স্কুল দলকে।

বিশাল এ জয়ে জোড়া গোল করেছেন মনিকা চাকমা। ৫৮ ও ৬২ মিনিটে তিনি এ গোল ‍২টি করেন। তার আগে ১১ মিনিটে গোলের সূচনা করেন অনুচিং মাগিনি। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মৌসুমী। ৩০ মিনিটে নার্গিসের গোলে হয় ৩-০। প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকা গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা দ্বিতীয়ার্ধে করে ৬ গোল।

৫৪ মিনিটে দলের চতুর্থ গোল করেন শামসুন্নাহার। মনিকা চাকমা ব্যবধান ৬-০ করার পর শেষ তিন গোল করেছেন আখি ৬৬ মিনিটে, রাজিয়া ৭৫ মিনিটে এবং মারিয়া ৮০ মিনিটে।

দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশের মেয়েরা আরো দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ১৭ ও ১৯ জুলাই।

সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রস্তুতি হিসেবে দক্ষিণ কোরিয়া সফর করছে বাংলাদেশের মেয়েরা। এর আগে দলটি ২ বার জাপান এবং একবার করে সিঙ্গাপুর ও চীন সফর করে প্রস্তুতি ম্যাচ খেলেছে। দক্ষিণ কোরিয়ার পর মেয়েরা যাবে ভিয়েতনাম।

সি/

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্বল শেফিল্ডের কাছে পয়েন্ট হারালো চেলসি
দক্ষিণ কোরিয়ার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছেন সিইসি
দক্ষিণ কোরিয়ায় যেতে ইচ্ছুকদের জন্য সুসংবাদ
দক্ষিণ কোরিয়া চলচ্চিত্র উৎসবে জাজের ‘ময়না’
X
Fresh