• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

২০১৯ বিশ্বকাপে খেলতে আকুতি গেইলের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৪ জুলাই ২০১৭, ১৩:৫৯

অর্থকড়ি নিয়ে দ্বন্দ্বের জেরে তারকা ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বাইরে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউসিবি)। আর ১০ জনের মতো ক্রিস গেইলও রয়েছেন বোর্ডের চুক্তি আওতার বাইরে। তবে এ মাস্টার ব্লাস্টারের বিশ্বাস শিগগিরই ক্রিকেটার-বোর্ডের সম্পর্ক জোড়া লাগবে। সেই সূত্রেই ২০১৯ বিশ্বকাপে খেলার ব্যাপারে ভীষণ আশাবাদী তিনি।

গেইল ২০১৫ বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ওয়ানডে খেলেননি। এছাড়া দলের হয়ে তিনি সবশেষ টেস্ট খেলেন ২০১৪ সালে। তবে সদ্যই টি-টোয়েন্টি দলে তাকে ফিরিয়েছে ডব্লিউসিবি। এটিই তাকে আরো আশাবাদী করছে।

বৃহস্পতিবার বেঙ্গালুরুতে গেইল বলেন, স্থানীয় দর্শকদের সামনে মেরুন পোশাকে খেলার অনুভূতি সত্যিই অন্যরকম। তা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি এখন বুঝছি, কতদিন এ স্বাদের বাইরে ছিলাম।

আইসিসি ঘোষিত সবশেষ ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ চ্যাম্পিয়নশিপ ট্রফিতেও অংশ নিতে পারেনি দলটি। এ অবস্থান থেকে আসছে বিশ্বকাপে তাদের অংশ নেয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে।

তবে এখনো ২০১৯ বিশ্বকাপে দ্বীপসমূহের দলটির খেলার সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। সেক্ষেত্রে র‌্যাংকিংয়ের অষ্টম স্থানে আসতে হবে তাদের। এজন্য সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে চারটি ওয়ানডে জিততে হবে ক্যারিবিয়ানদের। আর ভারতের বিপক্ষে কমপক্ষে দু’ওয়ানডেতে হারতে হবে আট নম্বর র‌্যাংকিংধারী শ্রীলঙ্কাকে।

ক্যারিবীয় ব্যাটিং দানব বলেন, বোর্ডের সঙ্গে ঝামেলা চুকে গেলে আমরা দলে ফিরবো। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো। আমরা আমাদের সোনালি অতীত ফিরিয়ে আনতে কঠোর পরিশ্রম করবো।

গেইল বলেন, বিশ্বকাপ আমাদের সন্নিকটে। তা আমরা কোনোমতেই মিস করতে চাই না। আমরা আমাদের ভুলের কারণেই চ্যাম্পিয়নস ট্রফি মিস করেছি। আমরা চেষ্টা করবো প্রত্যেকেই কঠোর পরিশ্রম করার। সম্মিলিত প্রচেষ্টাতেই ২০১৯ বিশ্বকাপের অংশ হতে চাই।

এ মুহূর্তে গেইল ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে রয়েছেন ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড ও সুনিল নারাইনের মতো তারকারা।

শোনা যাচ্ছে, তাদের সঙ্গে চুক্তি নিয়ে ঝামেলা মিটিয়ে ফেলতে সম্মতি জানিয়েছে ডব্লিউসিবি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামার জোসেফকে বিশ্বকাপেও চান গেইল
গেইল-কোহলিকে পেছনে ফেলে বাবরের অনন্য রেকর্ড
গেইল-তামিমের পর মুশফিকের ছক্কার সেঞ্চুরি
সেঞ্চুরি করে গেইলকে স্পর্শ করলেন তামিম
X
Fresh