• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মাশরাফি-সাকিবদের ফিটনেস ক্যাম্প শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ জুলাই ২০১৭, ২০:২৭

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে। সোমবার হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এ ক্যাম্প শুরু হয়।

জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে ফিটনেস অনুশীলন করেন মাশরাফি-সাকিবরা।

চ্যাম্পিয়নস ট্রফির পর লম্বা ছুটি শেষে সকালে জিম সেশনের মধ্য দিয়ে আসন্ন দু’সিরিজের প্রস্তুতি শুরু করেন টাইগাররা।

স্কোয়াডে ডাকা পাওয়া ২৯ জনের মধ্যে ক্যাম্পে হাজির ছিলেন ২১ ক্রিকেটার। ইনজুরির কারণে ছিলেন না রিভার্সসুইং তারকা রুবেল হোসনে। কাউন্টিতে খেলতে যাওয়ায় ছিলেন না ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এছাড়া বিসিবি এইচপি দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে থাকায় উপস্থিত হতে পারেননি এনামুল হক বিজয়, লিটন দাস, আবুল হাসান, তানভীর হায়দার ও সাইফউদ্দিন।

যারা হাজির ছিলেন সাবির্কভাবে তাদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ভিল্লাভারায়ন। তিনি বলেন, ক্রিকেটাররা লম্বা সময় ঘরোয়া ও আন্তুর্জাতিক ক্রিকেটে থাকায় ফিটনেসে তেমন একটা ঘাটতি নেই। দু’একজনের একটু সমস্যা থাকলেও দ্রুত তা কাটিয়ে ওঠা সম্ভব।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh