• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ায় লিটন বাহিনীর সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুলাই ২০১৭, ১৭:৩৬

গেলো ম্যাচে বল হাতে ৪ উইকেট নিয়ে দলের জয়ে রাখেন বড় ভূমিকা। এবার ব্যাট হাতে সেঞ্চুরি করে দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এতে অস্ট্রেলিয়া সফরে টানা তৃতীয় জয় তুলে নিলো বিসিবি হাইপারফরম্যান্স (এইচপি) দল।

শুক্রবার তৃতীয় ওয়ানডেতে নর্দার্ন টেরিটোরিকে ৪২ রানে হারিয়েছে লিটন বাহিনী। এতে ৩-০ ব্যবধানে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজও বগলদাবা করেছে সফরকারীরা।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করে সাইফউদ্দিনের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৭ রানের পুঁজি গড়ে হাইপারফরম্যান্স একাদশ।

দলের হয়ে ১০৪ রানের চোখজুড়ানো ইনিংস খেলেন সাইফ। এছাড়া ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৬ রান। আর প্রথম ম্যাচের নায়ক তানভীর হায়দারের ব্যাট থেকেও আসে সমান ৩৬ রান।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৫ রানেই গুঁড়িয়ে যায় নর্দার্ন টেরিটোরি। দলের হয়ে ১৪৪ রানের লড়াকু ইনিংস খেলেন অ্যালেক্স গ্রেগরি। তবে অন্যরা তাকে সঙ্গ দিতে না পারায় টানা তৃতীয় হার নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

গেলো ১ জুলাই দু’সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্প করতে অস্ট্রেলিয়া যায় বিসিবি হাইপারফরম্যান্স দল। এ ক্যাম্পে আরো ২টি ওয়ানডে খেলবে লিটনরা। ম্যাচ ২টি হবে ৯ ও ১১ জুলাই।

এ সফরে একটি ৩ দিনের ম্যাচ খেলবেন তারা। ম্যাচটি হবে ১৩ থেকে ১৫ জুলাই।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিপিএল থেকে ছুটি নিলেন লিটন
লিটনকে নিয়ে যা বললেন প্রধান নির্বাচক লিপু
ডিএমপির আর্থিক অনুদান পেলেন ২১৭ পুলিশ সদস্য
লিটনকে ট্রল করা নিয়ে যা বললেন নিক পোথাস
X
Fresh