• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শচীনের আরো একটি রেকর্ড ভাঙলেন কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ জুলাই ২০১৭, ১৬:২৭

পাঁচ ম্যাচ সিরিজের শেষ ও পঞ্চম ওয়ানডেতে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এ নিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে সফরকারীরা।

দুর্দান্ত ১১১ রানের ইনিংস খেলে শুধু দলকেই সিরিজ জেতাননি কোহলি, গড়েছেন অনন্য কীর্তি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২৮তম সেঞ্চুরি। এ সেঞ্চুরি দিয়ে শচীন টেন্ডুলকারকে টপকে নয়া বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। রান তাড়া করতে নেমে এটি ব্যাটিং জিনিয়াসের ১৮তম সেঞ্চুরি। এত দিন ১৭টি নিয়ে লিটল মাস্টারের সঙ্গে এ রেকর্ড ভাগাভাগি করে ছিলেন ভারতীয় অধিনায়ক। এখন থেকে এ রেকর্ড শুধুই তার।

টেন্ডুলকারের রান তাড়া করা ১৭তম সেঞ্চুরি এসেছিল ২৩২তম ইনিংসে। সেখানে মাত্র ১০২তম ইনিংসে ১৮তম সেঞ্চুরি করলেন কোহলি।

ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করতে নেমে সেঞ্চুরি করা ব্যাটসম্যানের তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। দু’জনই ১১টি করে সেঞ্চুরি করেছেন।