• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আইসিসির কাছে দু’স্বার্থ হাসিল করতে চায় পিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৪ জুলাই ২০১৭, ১৪:২৮

আইসিসি প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরকে লাহোর সফরের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান। এ আমন্ত্রণের মাধ্যমে একসঙ্গে দু’স্বার্থ হাসিল করতে চাচ্ছে পিসিবি।

শাহরিয়ার খানের বরাত দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) নিশ্চিত করেছে, আসছে মাসে লাহোর সফরে শশাঙ্ক মনোহরকে আমন্ত্রণ জানিয়েছেন পিসিবি প্রধান। তবে এখনো সফর নিশ্চিত করেননি আইসিসি প্রধান।

শাহরিয়ার খান বলেন, গেলো মাসে লন্ডনে অনুষ্ঠিত আইসিসি সভায় মনোহরকে লাহোর সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বিষয়টি গভীরভাবে ভেবে দেখার কথা জানিয়েছেন। তবে এখনো কিছু নিশ্চিত করেননি।

মনোহরকে আমন্ত্রণের পেছনে মূলত দু’টি উদ্দেশ্য কাজ করছে পিসিবির। ১. আসছে সেপ্টেম্বরে বিশ্ব একাদশের পাকিস্তান সফর চূড়ান্ত করা। এ সফরে আগেই সম্মতি জানিয়েছে আইসিসি। ২. ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি ঘটানো।

তিন বছর মেয়াদ শেষে আসছে আগস্টে দায়িত্ব ছাড়ছেন ৮২ বছরের শাহরিয়ার খান। তার বিদায়ী অনুষ্ঠানে মনোহরকে প্রধান অতিথি করার চিন্তাভাবনা করছে পিসিবি।

চলতি মাসেই নতুন প্রধান নির্বাচন করবে পিসিবি। এ দৌড়ে এগিয়ে রয়েছেন বোর্ডের নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠি। তার কণ্ঠেও ভেসে উঠলো একই সুর। তিনি বলেন, পাকিস্তানে ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশকে পাঠানোর আইসিসির উদ্যোগ অনন্য। এ মুহূর্তে আমরা সেটিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অবশেষে নতুন কোচ পেলো পাকিস্তান
শাহিনের হুঙ্কার ‘আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না’   
শাহিন আফ্রিদিকে নিয়ে পিসিবির মিথ্যাচার
পাঁচ মাস পর নেতৃত্ব ফিরে পেলেন বাবর, যা বললেন আফ্রিদি
X
Fresh