• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শূন্য রানে ৪ উইকেট নিয়ে ইতিহাসে নাইকার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ জুলাই ২০১৭, ১৫:৩৭

নারী বিশ্বকাপে বল হাতে অনন্য কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ড্যান ফন নাইকার্ক। গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শূন্য রানে ৪ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন তিনি।

রোববার লেস্টারে প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলিং তোপে মাত্র ৪৮ রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ক্যারিবিয়দের এ রানে গুঁড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করেন নাইকার্ক। বল হাতে নিজের প্রথম তিন ওভারে একটি করে উইকেট নেন তিনি। আর নিজের চতুর্থ ওভারে এক উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সমাপ্তি টানেন প্রোটিয়া অধিনায়ক। খেলা শেষে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩.২-৩-০-৪!

নারী ওয়ানডে ক্রিকেটে শূন্য রানে ৪ উইকেট নেয়ার কীর্তি এটিই প্রথম।

এর আগে শূন্য রানে সর্বোচ্চ ৩ উইকেট নেয়ার কীর্তি আছে দু’জনের। ১৯৯৭ সালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অলভিয়া ম্যাগনো এবং ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংলিশ পেসার অ্যারন ব্রিন্ডল এ কীর্তি গড়েন।

ফন নাইকার্কের ইতিহাস গড়ার দিনে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ক্যারিবিয়দের বিপক্ষে তাদের জয় ১০ উইকেটের।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh