• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হত্যাকাণ্ডে অভিযুক্ত ভেনাস উইলিয়ামস!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ জুন ২০১৭, ১৭:৫০

এবার হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হয়েছেন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। গেলো ৯ জুন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পাম বিচ গার্ডেন্সে ২ গাড়ির সংঘর্ষে এক বৃদ্ধ মারা যান।

ওই বৃদ্ধকে হত্যার ঘটনায় ভেনাসকে দোষী সাব্যস্ত করে প্রাথমিকভাবে তদন্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। খবর সিএনএন’র।

জানা গেছে, ভেনাসের বাসা পাম বিচ গার্ডেন্সে। সেখানে চৌরাস্তার মোড়ে তার গাড়ির সঙ্গে অন্য গাড়ির সংঘর্ষ হলে ৭৮ বছর বয়সী জেরোম বারসন গুরুতর আহত হন। ২ সপ্তাহ টানা চিকিৎসা নেয়ার পর হাসপাতালে তিনি মারা যান।

চার্জশিটে বলা হয়েছে, জেরোমের স্ত্রী লিন্ডা তাদের গাড়িটি চালাচ্ছিলেন। সিগন্যালে সবুজ আলো জ্বলতে থাকায় তিনি এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ভেনাসের গাড়ি আড়াআড়িভাবে তাদের গাড়িকে ধাক্কা দেয়। চালক (ভেনাসের গাড়ি) নিয়ম লঙ্ঘন করে ধাক্কা দিয়েছেন।

তবে ভেনাস জানিয়েছেন, সবুজ আলো জ্বলছিল এমন একটি রাস্তা থেকে বেরিয়ে তিনি ওই চৌরাস্তা ধরে চলছিলেন। কিন্তু আড়াআড়ি রাস্তায় গাড়ি চলতে থাকায় চত্বরের মাঝখানের অংশে তিনি থেমে ছিলেন। এরপর বারসনদের গাড়ি না দেখেই তিনি আবার চলতে শুরু করেন।

পুলিশ বলছে, ভেনাস এ সময় ৮ কিলোমিটার বেগে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় তিনি মাদকাসক্ত ছিলেন না। তিনি আহতও হননি।

হত্যাকাণ্ডে অভিযুক্ত হলেও ইংল্যান্ডে শুরু হতে যাওয়া উইম্বলডনে অংশ নিতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

এসজে/সি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীকে ২০০ টুকরা করার পর সুবিধা জানতে গুগলের দ্বারস্থ যুবক
মুন্সীগঞ্জে হত্যাকাণ্ড ঘটানো মার্কিন নাগরিক নিউইয়র্কে গ্রেপ্তার
ছোটবেলার থাপ্পড়ের প্রতিশোধ নিতে আফিলকে হত্যা করেন পুলক
জেলখানার গল্পে বেরিয়ে এলো খুনের রহস্য
X
Fresh