• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশ-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে ভারত!

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৭, ২৩:৪৪

বাংলাদেশ-নিউজিল্যান্ডকে নিয়ে হোম গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চিন্তা করছে ভারত। আসছে নভেম্বর-ডিসেম্বরে ওই সিরিজ হতে পারে। এজন্য চলতি বছরের শেষদিকে দক্ষিণ আফ্রিকা সফর পিছিয়ে দেয়ার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বোর্ডের বরাত দিয়ে ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস বিষয়টি নিয়ে ঢালাও প্রতিবেদন ছাপিয়েছে।

এতে বলা হয়, আইসিসির ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, এ বছরের শেষদিকে চার টেস্ট, সাত ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা ভারতের। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ওয়ানডে দিয়ে সেই সিরিজ শুরু হওয়ার কথা। তবে সেই সফর পিছিয়ে দেয়ার কথা ভাবছে বিসিসিআই। শুধু তাই নয়, সফর সংক্ষিপ্ত করার চিন্তাও করছে। ২৬ ডিসেম্বর বক্সিং-ডে টেস্ট দিয়ে ওই সিরিজ শুরু করতে চায় ভারত। সফরে খেলতে চায় তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও এক টি-টোয়েন্টি সিরিজ।

আসছে আগস্ট-সেপ্টেম্বরে হোম গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রত্যাশিত দু’টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেপ্টেম্বরের শেষ দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে টাইগাররা। সফরে দু’টেস্ট, তিন ওয়ানডে ও দু’টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। এ লক্ষ্যে গেলো বৃহস্পতিবার ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর লম্বা বিরতি পাবে টাইগাররা।

ওই সময়ই হোম গ্রাউন্ডে বাংলাদেশ-নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের কথা ভাবছে ভারত। নভেম্বর-ডিসেম্বরে হতে পারে সেই সিরিজ। এ সিরিজ নিয়ে কথা বহুদূর আগালেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময় লাগবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড।

তবে ওই সিরিজের জন্যই প্রোটিয়াদের বিপক্ষে সফর কয়েকদিন পিছিয়ে দিতে চাইছে বিসিসিআই।

ভারতীয় বোর্ডের এ চিন্তাভাবনা বিপদে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকাকে। সফর পিছিয়ে দিলে আসছে গ্রীষ্মে ঘরোয়া টি-টোয়েন্টি লিগের সূচির সঙ্গে সংঘর্ষ বেধে যাবে প্রোটিয়াদের। এছাড়া ভারতের সঙ্গে সিরিজ শেষেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে তারা। সেই সিরিজেও এর প্রভাব পড়বে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ শুরু
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh