• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ট্যাক্স ছাড়াই প্রাইজমানি পাচ্ছেন আমিররা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জুন ২০১৭, ১৯:৩৬

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি জেতার আনন্দে ভাসছে গোটা পাকিস্তান। সরফরাজদেরও নানা পুরস্কারে ভাসিয়ে দিচ্ছেন দেশটির মানুষ। একের পর এক পুরস্কারের ঘোষণা আসছে তাদের জন্য। এবার আরো একটি সুখবর পেলেন আমির-ফখর-হাসানরা। চ্যাম্পিয়নস ট্রফি জিতে পাওয়া তাদের প্রাইজমানি থেকে কোনো ট্যাক্স কাটবে না সরকার। পুরো টাকাই পাচ্ছেন তারা।

প্রাইজমানি হিসেবে প্রত্যেক ক্রিকেটার পাবেন ১৫ মিলিয়ন রুপি করে। আর কর্মকর্তারা পাবেন ১.২ মিলিয়ন রুপি করে। এমনকি প্রথম ম্যাচ খেলে ছিটকে যাওয়া ওয়াহাব রিয়াজও পাবেন পুরো টাকা।

সব মিলিয়ে তাদের প্রাইজমানির ওপর ট্যাক্স আসে ২.২ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার টাকা। এ টাকা কাটবে না পাকিস্তান সরকার। শুধু তাই নয়, খেলোয়াড়দের পাওয়া ব্যক্তিগত পুরস্কারেরও ট্যাক্স কাটা হবে না।

গেলো ১৮ জুন চির-প্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান। দেশে ফেরার পর সরফরাজদের দেয়া হয় রাজকীয় সংবর্ধনা। এরপর প্রত্যেক ক্রিকেটারকে এক কোটি রুপি করে দেয়ার ঘোষণা দেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।