• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

লাল পাঞ্জাবিতে বাবা-ছেলের নামাজ আদায়

আরটিভি অনলাইন রিপোর্ট, নড়াইল

  ২৬ জুন ২০১৭, ১১:২০

ছেলেকে নিয়ে নড়াইল শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট (ওয়ানডে) দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ছেলে সাহিল আর বাবা মাশরাফির পরনে ছিল লাল রঙের পাঞ্জাবি। এসময় তাদের সঙ্গে ছিলেন ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা।

সকাল ৮টায় নড়াইল পৌর ঈদগাহে জেলার প্রধান জামায়াতে নামাজ আদায় করেন তিনি।

নড়াইলের জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়রসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ জেলার এই প্রধান জামায়াতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাশরাফি। এ সময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এই তারকা।

পরে মামা বাড়িতে সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্বীয় স্বজন ও ভক্তদের সঙ্গে কোলাকুলি করেন তিনি। এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান নড়াইল এক্সপ্রেস।

ঈদের আনন্দ বাবা-মা, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজন ও ভক্তদের সঙ্গে ভাগাভাগি করতে রোববার সকালে জন্মস্থান নড়াইলে পৌঁছান তিনি।

সেরা অধিনায়ককে এক নজর দেখার জন্য মামার বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শ্রেনী পেশার লোক। প্রিয় এই তারকাকে এক নজর দেখে ও তার সঙ্গে সেলফি তুলতে পেরে আনন্দে আত্মহারা ভক্তরা।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিপিএল ব্যর্থতার পর ডিপিএলে উড়ন্ত সূচনা মাশরাফীর
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
কর্মচন্দ্রপুর জামে মসজিদের উদ্বোধন করলেন হুইপ মাশরাফী 
সরকারি টয়লেট নিজের বাড়ির মনে করে ব্যবহারের আহ্বান মাশরাফীর
X
Fresh