• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিতে রোনালদোর পর্তুগাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ জুন ২০১৭, ১০:৫৪

ফিফা কনফেডারেশন্স কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। অপর ম্যাচে ২-১ গোলের জয়ে স্বাগতিক রাশিয়াকে বিদায় করে শেষ চার নিশ্চিত করেছে মেক্সিকো।

নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইউরো চ্যাম্পিয়নদের লিড এনে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৮ মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পর্তুগাল।

পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা চালায় নিউজিল্যান্ড। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভেদে ব্যর্থ হয় ওশেনিয়া চ্যাম্পিয়নরা।

পরে ৮০ মিনিটে আন্দ্রে সিলভা ও শেষ মুহূর্তে রোনালদোর বদলি ন্যানি গোল করলে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ে সিআরসেভেনের দল।

এ জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিতে ওঠে পর্তুগিজরা।

অপর ম্যাচে, মেক্সিকোর বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছে রাশিয়া। খেলা শুরুর ২৫ মিনিটে আলেক্সান্দার সামেদোভের গোলে লিড নেয় স্বাগতিকরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ৩০ মিনিটে আরাউজোর গোলে সমতায় ফেরে মেক্সিকানরা।

১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই গোল পেয়ে যায় মেক্সিকো। ৫২ মিনিটে লোজানো গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কনকাকাফ চ্যাম্পিয়নরা।

পরে রুশরা আপ্রাণ চেষ্টা করলেও গোল পরিশোধ করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয়ে সেমিতে ওঠার আনন্দে মাঠ ছাড়ে মেক্সিকো।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুইডেন ম্যাচ থেকে বাদ পড়লেন রোনালদো
শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারাল ব্রাজিল
X
Fresh