• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

অদ্ভুত আউটে রেকর্ডের পাতায় রয় (ভিডিও)

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০১৭, ১৪:৪৬

নখকামড়ানো উত্তেজনার ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত ৩ রানে হেরেছে ইংল্যান্ড। দল হারলেও অদ্ভুত আউটে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ইংলিশ টপঅর্ডার ব্যাটসম্যান জ্যাসন রয়।

শুক্রবার টাউনটনে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭৪ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। শেষ ৫ ওভারে দলের দরকার যখন ৪২ রান, তখনই এমন আউট হন রয়।

ঘটনাটি ঘটে ১৬ তম ওভারে। ওই ওভারে ক্রিস মরিসের করা প্রথম বলটি পয়েন্টে পাঠান লিয়াম লিভিংস্টোন। বলটি ফিল্ডারের হাতে থাকার পরও রান নিতে ছুটে যান নন স্ট্রাইকে থাকা রয়। তবে তাতে সাড়া দেননি স্ট্রাইক ব্যাটসম্যান। ফলে ফিরে আসতে বাধ্য হন তিনি। এখানেই ঘটে বিপত্তি। ফেরার পথে দেখেন ফিল্ডারের থ্রো স্টাম্প ভেঙে দিতে পারে। তাই ক্রিজ মাড়িয়ে অন্য প্রান্ত দিয়ে ফেরার চেষ্টা করেন। এতে প্রোটিয়া ফিল্ডার আন্দিলে ফেলুকওয়ায়োর থ্রো তার পায়ে লাগে।

দক্ষিণ আফ্রিকা আউটের আবেদন করলে বিষয়টা গড়ায় থার্ড আম্পায়ার পর্যন্ত। কয়েকবার রিপ্লে দেখার পর তাকে ‘অবস্ট্রাকিং দ্য ফিল্ড’ (ফিল্ডারকে বাধা দেয়া) আউট দেন তিনি। এতে ৪৫ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার ‘অবস্ট্রাকিং দ্য ফিল্ড’ আউট দেখলো ক্রিকেট বিশ্ব।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এ আউট প্রথম নজির হলেও ওয়ানডেতে দেখা গেছে ছয়বার।

রয় ফেরার পর ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে ইংল্যান্ড। শেষ ওভারে ১২ রান দরকার হলেও তা তুলতে পারেনি ইংলিশরা। শেষ পর্যন্ত ৩ রানে হেরে যায় তারা।

রোমাঞ্চকর জয় দিয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ সমতায় ফিরেছে দক্ষিণ আফ্রিকা।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে ব্র্যাক, রয়েছে আকর্ষণীয় সুযোগ-সুবিধা
এসির টেম্পারেচার যত হলে স্বাস্থ্যের জন্য ভালো, হবে বিদ্যুৎ বিলেরও সাশ্রয়
রাজস্থানকে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দেন বাটলার
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
X
Fresh