• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিলো চিলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ জুন ২০১৭, ০৯:৪৬

বিশ্বকাপের ড্রেস রিহার্সেল ফিফা কনফেডারেশন্স কাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিলো চিলি। দু’দলের খেলাটি ড্র হয়েছে ১-১ গোলে। অপর ম্যাচে অস্ট্রেলিয়া-ক্যামেরুন খেলাও ১-১ গোলে ড্র হয়েছে।

শিরোপা প্রত্যাশী দু’দলের খেলাটি শুরু থেকেই ছিল পাল্টা আক্রমণে জমজমাট। ৬ মিনিটে অ্যালেক্সিস সানচেজের গোলে লিড নেয় চিলি।

পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে জার্মানরা। ৪১ মিনিটে লার্স স্টিন্ডলের গোলে সমতায় ফেরে তারা।

১-১ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের শক্তি বাড়ায় উভয় দলই। তবে বেশ কয়েকবার সুযোগ পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের।

দিনের অপর ম্যাচে অস্ট্রেলিয়া-ক্যামেরুন খেলাও ড্র হয়েছে ১-১ গোলে।

৪৫ মিনিটে আন্দ্রে আনগুইসার গোলে লিড নেয় ক্যামেরুন।

তবে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রেলিয়াকে সমতায় ফেরান মার্ক মিলিগান।

শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ড্র ‍নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলে জার্মানির অস্ত্র বিক্রি বন্ধ চায় নিকারাগুয়া
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
‌‘বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়’
আশ্রয়প্রার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে জার্মানি
X
Fresh