• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারী ক্রিকেটেও রিভিউ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ জুন ২০১৭, ১৮:৩১

নারী ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো চালু হচ্ছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। আসছে আইসিসি নারী বিশ্বকাপেই তা কার্যকর হবে। এবারের আসরের পর্দা উঠবে ২৪ জুন ইংল্যান্ডে।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকেই ডিআরএস কার্যকর হবে। কাউন্টি গ্রাউন্ড ডার্বিতে হবে সেই ম্যাচ। এতে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে ভারত।

এবারের আসরে অংশ নেবে মোট আট দল। দলগুলো দু’গ্রপে ভাগ হয়ে খেলবে। গ্রুপপর্ব শেষে নকআউট পর্ব চালু হবে। ২৩ জুলাই ফাইনাল দিয়ে এ টুর্নামেন্টের পর্দা নামবে।

ডিসিশন রিভিউ সিস্টেম সর্বপ্রথম চালু হয় টেস্ট ক্রিকেটে। আম্পায়ারদের অনাহুত সিদ্ধান্তের হাত থেকে বাঁচতে এ সিস্টেম চালুর সিদ্ধান্ত নেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

ডিআরএস পরীক্ষামূলকভাবে চালু হয় ২০০৮ সালে ভারত-শ্রীলঙ্কা টেস্টে। পরে ২০০৯ সালের ২৪ নভেম্বর পাকিস্তান-নিউজিল্যান্ড টেস্ট দিয়ে তা কার্যকর হয়। আর ওয়ানডে ক্রিকেটে প্রথম ডিসিশন রিভিউ সিস্টেম চালু হয় ২০১১ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পণ্যের ‘নেগেটিভ রিভিউ’ দেওয়ায় কারাদণ্ড হতে পারে এক নারীর 
কয়েক মিনিটে জুতা-কাপড় শুকাবে এই মেশিন!
অভ্যুত্থান : কবিতায় নয়, কবিতার 
X
Fresh