• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পগবা ইস্যুতে ম্যানইউকে অভিযোগ থেকে মুক্তি ফিফার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জুন ২০১৭, ১৮:৪৩

রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে পল পগবার দলবদল ইস্যুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে অভিযোগ থেকে মুক্তি দিলো ফিফা। তবে মুক্তি দেয়া হয়নি জুভেন্টাসকে। এ নিয়ে ইতালিয়ান ক্লাবটির বিরুদ্ধে তদন্ত শুরু করতে যাচ্ছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থার ডিসিপ্লিনারি কমিটি।

বুধবার বিবিসি জানিয়েছে, গেলো বছরের আগস্টে ৮৯.৩ ব্রিটিশ পাউন্ডের বিনিময়ে জুভেন্টাস থেকে ম্যানইউতে কামব্যাক করেন ফরাসি মিডফিল্ডার পল পগবা।

সেই অর্থ লেনদেনে গরমিল রয়েছে বলে পরে দু’ক্লাবের বিরুদ্ধে অভিযোগ ওঠে।

অভিযোগটি হলো, কোনো খেলোয়াড় দলবদল করলে সেখান থেকে একটি নির্দিষ্ট অর্থ পায় ফিফা। তবে তা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে দেয়া হয়নি।

সেই সূত্রে ইংলিশ জায়ান্টদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে নামে ফিফা। তবে তাদের বিরুদ্ধে কোনো অনৈতিক কিছু পায়নি বলে জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এদিন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ম্যানইউ’র বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি। এজন্য তাদের তদন্ত থেকে অব্যহতি দেয়া হয়েছে। তবে জুভেন্টাসের বিরুদ্ধে এ বিষয়ে তদন্ত শুরু হচ্ছে।

ফিফার ভাষ্য, ইতালি চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অর্থ লেনদেন নিয়ে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে কাজ শুরু করছে ডিসিপ্লিনারি কমিটি। আপাতত তা নিয়ে আর কিছু বলা যাচ্ছে না। পরে এ নিয়ে বিস্তারিত জানানো হবে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডোপকাণ্ডে চার বছরের নিষেধাজ্ঞা পেলেন পগবা
X
Fresh