• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপ দেখে গিনেস বুকে গ্যারাগোজা

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জুন ২০১৭, ১৭:৪১

মাঠে বসে কোনো বিশ্বকাপের একটি ম্যাচ দেখাকেও অনেকে সৌভাগ্যের বিষয় বলে মনে করেন। আর কেউ যদি টানা ৯ বিশ্বকাপ মাঠে বসে দেখেন তাহলে তো তিনি চরম সৌভাগ্যবান-তা জোর দিয়েই বলা যায়। সেই সৌভাগ্যবান হলেন ভেনেজুয়েলার ব্যবসায়ী হেলি গ্যারাগোজা।

এবার এজন্য চিরস্মরণীয়ও হয়ে থাকছেন তিনি। পরপর ৯ ফুটবল বিশ্বকাপে অন্যরকম অংশগ্রহণের জন্য রেকর্ড বুকে তার নাম অন্তর্ভুক্ত করেছে গিনেস কর্তৃপক্ষ।

গ্যারাগোজা প্রথম মাঠে বসে দেখেন ১৯৮২ স্পেন বিশ্বকাপ। এরপর একে একে দেখেছেন ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ, ১৯৯০ ইতালি বিশ্বকাপ, ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ, ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ, ২০০২ জাপান-কোরিয়া বিশ্বকাপ, ২০০৬ জার্মানি বিশ্বকাপ, ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও সবশেষ ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ।

ভেনেজুয়েলার বিশিষ্ট এ ব্যবসায়ীর আশা, ২০১৮ রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ কাতার বিশ্বকাপও মাঠে বসে দেখবেন তিনি।

গিনেস কর্তৃপক্ষের ভাষ্য, তার প্রত্যেক বিশ্বকাপের টিকিট, ছবি, স্মারক ও অন্য প্রমাণাদি দেখেই তাকে রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিম্বাবুয়ে সিরিজে খেলা নিয়ে যা জানালেন সাকিব
গতিমানব থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে উসাইন বোল্ট
বিশ্বকাপে ফিরবেন কি না, জানালেন নারিন
নিজের পায়ে কি নিজেই কুড়াল মারলেন তামিম ইকবাল?
X
Fresh